বিনিয়োগকারীদের জন্য বন্ড মার্কেটে আসছে নতুন সুযোগ


পুঁজিবাজারে বন্ড মার্কেট শক্তিশালী করতে উদ্যোগ নিচ্ছে বিএসইসি। ছবি:সংগৃহীত
পুঁজিবাজারে বন্ড মার্কেটকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে কমিশন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ঋণ সিকিউরিটিজ) বিধিমালা, ২০২১-এর সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে। সংশোধনীর খসড়া নিয়ে শিগগিরই জনমত গ্রহণ করা হবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসির ৯৭২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক বন্ড, কমলা বন্ড, লিঙ্গভিত্তিক বন্ড এবং সবুজ বন্ড ইস্যুর সুযোগ তৈরি করতে সংশোধনী অনুমোদিত হয়েছে।
এখন এই প্রস্তাবিত সংশোধনী কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে, যাতে জনমত যাচাই করা যায়। বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে বলছেন, অর্থনীতিকে টেকসই ও সমৃদ্ধ করতে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট অপরিহার্য। সেই লক্ষ্যেই বিএসইসি ধারাবাহিকভাবে বিভিন্ন সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এর আগে কমিশন প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), মিউচুয়াল ফান্ড ও বন্ড বাজারকে বৈচিত্র্যময় করার পদক্ষেপ নেয়। সংস্কার প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স, যারা নিয়মিত পরামর্শ দিচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার নানা ধরনের বন্ড ইস্যুর সুযোগ নিশ্চিত করতে বিধিমালায় সংশোধন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে একই সভায় এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের মেয়াদ শেষ হওয়ায় এটি অবসান করার নির্দেশ দেওয়া হয়। ফান্ডের ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে (বিজিআইসি) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি ইউনিটহোল্ডারদের প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।