ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট ও আশপাশের জেলা


ভোররাতে ৫.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট : ছবি সংগৃহীত
ভোররাতে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে। কম্পনের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়, যা তুলনামূলকভাবে অগভীর হওয়ায় কম্পন বেশি অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে। এছাড়া আসামের রাজধানী গুয়াহাটি থেকে কেন্দ্রস্থলের দূরত্ব ছিল প্রায় ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে।
ভৌগোলিক অবস্থানের কারণে সিলেট অঞ্চল কেন্দ্রস্থলের খুব কাছাকাছি হওয়ায় সেখানে কম্পন তুলনামূলকভাবে তীব্র ছিল। অনেক মানুষ ঘুম থেকে জেগে ওঠেন এবং আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এই ভূমিকম্পের প্রভাব শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ ছিল না। প্রতিবেশী দেশ ভারত ছাড়াও মিয়ানমার, ভুটান এবং চীনের সীমান্তবর্তী কয়েকটি এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো নিশ্চিত করেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী আফটারশকের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।










