বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

কুড়িগ্রাম ( জেলা ) প্রতিনিধি
কুড়িগ্রাম ( জেলা ) প্রতিনিধি
২৮ জুলাই, ২০২৫ এ ৬:১৫ এএম
ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর । ছবি : সংগৃহীত

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর । ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলমা খাতুন (৮) নামে এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ জুলাই) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু‌টি ওই গ্রামের আল আমিন মণ্ডলের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে ইলমা বৈদ্যুতিক পাম্পের সুইচ দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের অনুরোধে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।