নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষের আপত্তিকর বার্তা ফাঁস


ছবি : সংগৃহীত
নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে কলেজছাত্রীদের আপত্তিকর বার্তা পাঠানো ও অবৈধ সম্পর্কে জড়াতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। সম্প্রতি এ সংক্রান্ত বেশ কিছু কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে কলেজের মূল ফটকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন স্ক্রিনশট টাঙিয়ে প্রতিবাদ জানান। শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ একাধিক ছাত্রীকে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং আপত্তিকর ছবি চাইতেও দ্বিধা করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনে দেখা যায়, তিনি ছাত্রীর সৌন্দর্যের প্রশংসা করে আরও ব্যক্তিগত বিষয়ে প্রবেশের চেষ্টা করেন এবং নতুন বউ সাজে ছবি পাঠানোর অনুরোধ জানান।
এ ঘটনায় শিক্ষার্থীরা ও অভিভাবকরা মানববন্ধন করে অধ্যক্ষের পদত্যাগ ও শাস্তির দাবি জানান। শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অধ্যক্ষ শিক্ষার পরিবেশ নষ্ট করছেন। একজন শিক্ষক হয়ে এ ধরনের মন্তব্য করা লজ্জাজনক এবং এতে ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা স্পষ্টভাবে জানান, অধ্যক্ষের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক সামসুল হক জানান, “আমার চাকরি থাক বা না থাক, আমি কোনো মন্তব্য করব না।” তবে শিক্ষার্থীরা দাবি করেছেন, প্রশাসন বারবার আশ্বাস দিলেও পদক্ষেপ নিচ্ছে না। তারা গণভোটের মাধ্যমে অধ্যক্ষের পদত্যাগ নিশ্চিত করার দাবিও তুলেছেন।
শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন, একজন অধ্যক্ষ যদি ছাত্রীর কাছ থেকে ওড়না ছাড়া ছবি চান এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তবে শিক্ষার্থীরা কীভাবে নিরাপদ থাকবে। এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের ক্ষোভ আরও তীব্র হচ্ছে।