স্প্যানিশ সুপার কাপে রেকর্ড ১৬তম শিরোপা বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারী, ২০২৬ এ ৩:৪০ এএম
স্প্যানিশ সুপার কাপের এল ক্লাসিকো ম্যাচের পর উচ্ছ্বাসে বার্সেলোনা খেলোয়াড়রা। ছবি সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপের এল ক্লাসিকো ম্যাচের পর উচ্ছ্বাসে বার্সেলোনা খেলোয়াড়রা। ছবি সংগৃহীত

সৌদি আরবে অনুষ্ঠিত রোমাঞ্চকর এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৩–২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রেখেছে বার্সেলোনা। রোববার (তারিখ অনুযায়ী) এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল কাতালান ক্লাবটি, যা তাদের ইতিহাসে রেকর্ড ১৬তম সুপার কাপ।

ম্যাচে বার্সেলোনার জয়ের নায়ক ছিলেন রাফিনিয়া। ব্রাজিলিয়ান উইঙ্গার দুটি গোল করেন। একটি গোল যোগ করেন অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি। শেষ দিকে ফ্রেঙ্কি ডি ইয়ং লাল কার্ড দেখলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে সক্ষম হয় বার্সেলোনা।

ম্যাচের শুরু থেকেই বলের দখলে আধিপত্য দেখায় বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ মূলত রক্ষণ সামলে দ্রুত আক্রমণের কৌশল নেয়। ৩৬ মিনিটে বক্সের ভেতর থেকে নিচু শটে গোল করে বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া।

এরপর ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত নৈপুণ্যে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। তবে বিরতির ঠিক আগে পেদ্রির চোখধাঁধানো পাস থেকে চিপ শটে গোল করে আবার বার্সেলোনাকে এগিয়ে নেন লেভান্ডভস্কি। যোগ করা সময়ে গনজালো গার্সিয়ার গোলে আবার সমতায় ফেরে রিয়াল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে এলেও উত্তেজনা ছিল চরমে। ৭৩ মিনিটে রাফিনিয়ার নেওয়া শট ডিফেন্ডারের গায়ে লেগে জালে ঢুকে পড়ে। সেটিই ম্যাচের নির্ধারক গোল হয়ে দাঁড়ায়। এই জয়ে কোচ হান্সি ফ্লিকের অধীনে চতুর্থ শিরোপা জিতল বার্সেলোনা।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো বলেন, ‘হার সব সময়ই কষ্টের। ম্যাচটি খুব সমান ছিল। শেষ পর্যন্ত আমরা লড়াই করেছি। বার্সেলোনাকে অভিনন্দন।’
অন্যদিকে লেভান্ডভস্কি বলেন, ‘আমরা খুব খুশি। এল ক্লাসিকো সব সময়ই বিশেষ। জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এই হারে রিয়াল মাদ্রিদের টানা পাঁচ ম্যাচের জয়ের ধারা থেমে যায় এবং জাবি আলোনোর অধীনে এখনও কোনো শিরোপা জিততে পারেনি দলটি। বিপরীতে বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে রয়েছে এবং লা লিগার শীর্ষস্থানেও অবস্থান করছে।