"লঙ্কা জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ, লিটনের উৎসর্গ শহীদদের প্রতি"

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই, ২০২৫ এ ৩:২১ এএম
"লঙ্কা জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ, লিটনের উৎসর্গ শহীদদের প্রতি"

শ্রীলঙ্কা সফরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজে প্রথম ম্যাচে হারলেও পরের দুটি ম্যাচে টানা জয় পেয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শ্রীলঙ্কায় এই ঐতিহাসিক সিরিজ জয় জুলাইয়ের অভ্যুত্থানে শহীদদের উদ্দেশে উৎসর্গ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। তিনি বলেন, "আমরা এই সিরিজ জয় শহীদদের উদ্দেশে উৎসর্গ করতে চাই।"

সিরিজ জয়ের পর পুরো দলের প্রশংসা করে লিটন আরও বলেন, "এই সিরিজে আমাদের দল যেভাবে খেলেছে, তাতে আমি খুব খুশি। প্রত্যেকে দারুণ পারফরম্যান্স করেছে। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে আমরা প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারিনি। তবে এই সিরিজে আমরা আমাদের সেরাটা দিতে পেরেছি। আজ আমরা যদি টস জিততাম, তাহলে আমি প্রথমে ব্যাট করতাম, কারণ আমাদের বোলিং আক্রমণ অনেক ভালো।"

শ্রীলঙ্কার মাটিতে এই সিরিজ জয় প্রসঙ্গে লিটন বলেন, "আমার মনে হয়, এটি বাংলাদেশের জন্য বড় একটি অর্জন। এই জয় আমাদের ক্রিকেট এবং নতুন প্রজন্মকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে। আমাদের আরও বড় স্বপ্ন আছে, এবং এই সিরিজ জয় সেই স্বপ্ন পূরণে আমাদের অনুপ্রেরণা জোগাবে।"

মেহেদি হাসান মিরাজের পরিবর্তে শেখ মেহেদিকে একাদশে অন্তর্ভুক্ত করা প্রসঙ্গে লিটন বলেন, "আমার বিশ্বাস ছিল, এই উইকেট মেহেদির জন্য উপযোগী। তাই তাকেই খেলানো হয়েছে। মিরাজও ভালো খেলোয়াড়। তবে এই কন্ডিশনে মেহেদিকে আমার সেরা মনে হয়েছে।"