লিভারপুল তারকা মোহামেদ সালাহ আবারও বর্ষসেরা ফুটবলার


মোহামেদ সালাহ। ছবি : সংগৃহীত
লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ আবারও ইতিহাস গড়লেন। ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করার পর দুর্দান্ত ফর্মে থেকে গত মৌসুমে প্রিমিয়ার লিগে ২৯ গোল করেন এবং আরও ১৮ গোলে অবদান রাখেন তিনি। এই পারফরম্যান্স লিভারপুলকে শিরোপা এনে দেওয়ার পাশাপাশি সালাহকে এনে দিয়েছে ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ)-এর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। তিনি এই সম্মান জিতলেন রেকর্ড তৃতীয়বার।
মঙ্গলবার ম্যানচেস্টারে আয়োজিত অনুষ্ঠানে সালাহর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এর মাধ্যমে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো, থিয়েরি অঁরি এবং গ্যারেথ বেলের মতো কিংবদন্তিদের পেছনে ফেললেন। এর আগে সালাহ ২০১৮ এবং ২০২২ সালে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছিলেন। নিজের প্রতিক্রিয়ায় ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, “মিশর থেকে এসে সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে এমন ইতিহাস গড়তে পারা আমার কাছে গর্বের।”
পিএফএ’র বর্ষসেরা একাদশেও লিভারপুলের আধিপত্য ছিল স্পষ্ট। আর্নে স্লটের শিষ্যদের মধ্যে সালাহ ছাড়াও জায়গা করে নিয়েছেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, ভার্জিল ভ্যান ডাইক এবং রায়ান গ্রাভেনবার্চ। উল্লেখযোগ্যভাবে, ২০১৭ সালের পর এবারই প্রথম ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড় এই একাদশে স্থান পাননি। গত মৌসুমে সিটির ব্যর্থতাই এর মূল কারণ হিসেবে ধরা হচ্ছে।
অন্যদিকে নারী ফুটবলে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তি। গানার্সদের হয়ে প্রথম মৌসুমেই তিনি ১৯ গোল করে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, যদিও ফাইনালে সাবেক ক্লাব বার্সেলোনার কাছে পরাজিত হন। স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলেছিলেন তিনি, কিন্তু সাফল্য পাননি।
এবারের আসরে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন পুরুষ বিভাগে অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মর্গান রজার্স এবং নারী বিভাগে আর্সেনালের ফরোয়ার্ড অলিভিয়া স্মিথ। রজার্স ভিলার হয়ে মৌসুমে ৫৪ ম্যাচে ১৪ গোল করেছেন, অন্যদিকে ২১ বছর বয়সী স্মিথ নারী ফুটবলে সর্বোচ্চ ট্রান্সফার মূল্যে আর্সেনালে যোগ দেন এবং প্রথম মৌসুমেই ২০ ম্যাচে ৭ গোল করে নজর কাড়েন।