আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই স্কোয়াড ঘোষণা-নেই এনজো ফার্নান্দেজ


আর্জেন্টিনা দল। ছবি সংগৃহীত
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুই ম্যাচের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচ দুটির নেতৃত্বে থাকছেন লিওনেল মেসি। তবে দলে কয়েকটি চমক রয়েছে। আলোচিত মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে রাখা হয়নি এই স্কোয়াডে।
সর্বশেষ ঘোষিত দল থেকে বাদ পড়েছেন তিনজন ডিফেন্ডার— ভ্যালেন্টিন বারকো, কেভিন লোমোনাকো ও মারিয়ানো ত্রইলো। মিডফিল্ড বিভাগে অনুপস্থিত রয়েছেন এনজো বারেনেচিয়া। তবে প্রথমবারের মতো আর্জেন্টিনার দলে ডাক পেয়েছেন ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজ।
তরুণ প্রতিভাদের মধ্যে নজর কেড়েছে ক্লদিও এচেভেরি (ম্যানচেস্টার সিটি), অ্যালান ভারেলা (পোর্তো) এবং সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। এরা দলে থাকায় স্কোয়াডে নতুন প্রজন্মের শক্তিশালী উপস্থিতি তৈরি হয়েছে।
সূচি অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর বুয়েন্স এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের মুখোমুখি হবে তারা। বিশ্বকাপ বাছাইপর্বে ইতোমধ্যেই ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মেসির আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে আছে তারা। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
প্রকাশিত স্কোয়াডে গোলরক্ষকদের তালিকায় আছেন এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ ও জেরোনিমো রুলি। রক্ষণভাগে ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনজালো মন্টিয়েলসহ অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছেন। মাঝমাঠে নেতৃত্ব দেবেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, লেয়ান্দ্রো পারেদেসরা। আক্রমণভাগে থাকছেন হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ ও অবশ্যই লিওনেল মেসি।