কে গেলেন কোন দলে

বিপিএল ১২তম আসরের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১ ডিসেম্বর, ২০২৫ এ ৪:৫৮ এএম
বিপিএল ১২তম আসরের নিলামে দল ঘোষণা শেষে খেলোয়াড়দের তালিকা। ছবি: সংগৃহীত

বিপিএল ১২তম আসরের নিলামে দল ঘোষণা শেষে খেলোয়াড়দের তালিকা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম শেষে দলগুলোর পূর্ণাঙ্গ স্কোয়াড চূড়ান্ত হয়েছে। প্রতিটি দল আগেই সরাসরি চুক্তিতে কয়েকজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল। রবিবার অনুষ্ঠিত নিলামে বাকি খেলোয়াড়দের নিয়ে squads সম্পূর্ণ করেছে franchises। নিলাম ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়, বিশেষ করে আলোচিত কিছু ক্রিকেটারের দলবদল নিয়ে।

রংপুর রাইডার্স নিলামে বেশ শক্তিশালী স্কোয়াড গঠন করেছে। সরাসরি চুক্তির পাশাপাশি লিটন দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা ও মাহমুদউল্লাহকে নিয়ে দলটি আরও সমৃদ্ধ হয়েছে। বিদেশিদের মধ্যে এমিলিও গে ও মোহাম্মদ আখলাককে দলে নেওয়া হয়েছে।

অন্যদিকে সিলেট টাইটানস স্থানীয় ক্রিকেটারদের ওপর ভরসা রেখে স্কোয়াড সাজিয়েছে। নাসুম ও মিরাজকে সরাসরি নেওয়ার পর নিলাম থেকে আফিফ, রনি তালুকদার, জাকির হাসানসহ বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। বিদেশিদের মধ্যে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে নেওয়া তাদের বড় প্রাপ্তি।

রাজশাহী ওয়ারিয়র্স নিলাম থেকে তরুণ ও অভিজ্ঞতার মিশেলে দল সাজিয়েছে। তানজিম হাসান, ইয়াসির আলি, আকবর আলী, রিপন মণ্ডলের পাশাপাশি অভিজ্ঞ মুশফিকুর রহিমকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে। একইভাবে বিদেশি কোটা পূরণে দুশান হেমান্থ ও জাহান্দাদ খানকে দলে নেয় রাজশাহী।

চট্টগ্রাম রয়্যালস নিলামে সবচেয়ে আলোচিত ক্রয়ে করেছে—মোহাম্মদ নাঈমকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে নিয়ে। পাশাপাশি শরীফুল ইসলাম, সুমন খান ও জিয়াউর রহমানকে নিয়ে তাদের পেস এবং অলরাউন্ডার বিভাগ আরও শক্তিশালী হয়েছে। বিদেশিদের মধ্যে নিরোশান ডিকভেলা ও অ্যাঞ্জেলো পেরেরাকে দলে নিয়েছে তারা।

এদিকে নোয়াখালী এক্সপ্রেস নিলামে বেশ ভারসাম্যপূর্ণ স্কোয়াড গঠন করেছে। সরাসরি নেওয়া হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস ও কুশল মেন্ডিসের সঙ্গে যুক্ত হয়েছে জাকের আলী, হাবিবুর রহমান সোহান ও নাজমুল ইসলাম অপুসহ আরও অনেক উদীয়মান খেলোয়াড়। বিদেশিদের মধ্যে ইহসানউল্লাহ ও হায়দার আলিকে নিয়ে শক্তিশালী করেছে দলটি।

ঢাকা ক্যাপিটালস নিলামে সাইফউদ্দিন, শামীম পাটোয়ারী, মিঠুন ও তাইজুলকে দলে নিয়ে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমান শক্তি পেয়েছে। বিদেশিদের মধ্যে দাসুন শানাকা দলটির উল্লেখযোগ্য সংযোজন। সবমিলিয়ে ছয় দলই নিজেদের পরিকল্পনা অনুযায়ী স্কোয়াড গঠন করেছে এবং আগামি আসরে প্রতিদ্বন্দ্বিতা জমবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।