তিন গোল বাতিলের পরও জয় রিয়াল মাদ্রিদের


গোল বাতিলের হতাশা ভুলে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ছবি: সংগৃহীত
লা লিগায় নাটকীয় এক ম্যাচে রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে মায়োর্কাকে হারিয়েছে। তবে স্কোরলাইনের চেয়েও বেশি আলোচনায় এসেছে বাতিল হওয়া গোলগুলো। ম্যাচে তিনটি গোল বাতিল হয় রিয়ালের, যার দুটি কিলিয়ান এমবাপ্পের। তবু সবকিছুর শেষে জয় নিশ্চিত করে শীর্ষে উঠেছে লস ব্লাঙ্কোস।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় রিয়াল। ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় এমবাপ্পে গোল করেন, কিন্তু ভিএআরে দেখা যায় অফসাইড, ফলে গোল বাতিল হয়। কিছুক্ষণ পর একইভাবে আরও একটি গোল হারান ফরাসি তারকা। এরই মধ্যে ১৮ মিনিটে ধারার বিপরীতে মায়োর্কা গোল পেয়ে যায়। দলের হয়ে গোল করেন ভেদাত মুরিকি।
তবে ব্যবধান বেশি সময় টেকেনি। ৩৫ মিনিটে ডিন হাউসেনের বাড়ানো বলে হেড করে গোল করেন তরুণ মিডফিল্ডার আর্দা গুলের। এক মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়র দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করে রিয়ালকে এগিয়ে দেন। এ গোলই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে।
ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্ত আসে দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে গুলের আবারও জালে বল জড়ান। তবে ভিএআরে দেখা যায়, এর আগে বল তার হাতে লেগেছিল। ফলে রেফারি গোল বাতিল করেন। এতে গোল বাতিলের সংখ্যা দাঁড়ায় তিনে।
তবুও রিয়ালের জয় থামাতে পারেনি কেউ। লা লিগায় তিন ম্যাচে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে তারা উঠে গেছে শীর্ষে। বার্সেলোনা, ভিয়ারিয়াল ও অ্যাথলেটিক বিলবাওয়ের পয়েন্ট সমান ৬, তবে তারা প্রত্যেকেই একটি ম্যাচ কম খেলেছে। ফলে রিয়াল আপাতত লিগ টেবিলের এক নম্বর আসনেই বসেছে।