"ইয়ামালের হাতে বার্সার ঐতিহ্যবাহী ১০ নম্বর, ছোট ভাইকে ছুঁয়ে গেল প্রতিশ্রুতি"


ঐতিহ্যে ভরপুর বার্সেলোনার ১০ নম্বর জার্সি। ম্যারাডোনা, রিস্টো স্টয়চকভ, রোমারিও, রিভালদো, রোনালদিনহো থেকে শুরু করে লিওনেল মেসির মতো কিংবদন্তিরা এই জার্সি গায়ে চাপিয়ে মাতিয়েছেন কাতালান ক্লাবের গৌরবময় অধ্যায়। মেসির বিদায়ের পর এই জার্সি পরেছিলেন আনসু ফাতি। তবে তিনি ধারে মোনাকোয় চলে যাওয়ার পর থেকেই ভক্তদের অপেক্ষা—কে হবেন পরবর্তী ১০ নম্বর? অবশেষে সেই অপেক্ষার অবসান। লামিনে ইয়ামালের হাতে তুলে দেওয়া হয়েছে বার্সার আইকনিক ১০ নম্বর জার্সি।
পাশাপাশি আরও একটি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বার্সেলোনা। মে মাসে ইয়ামালের সঙ্গে যে চুক্তিটি হয়েছিল, সেটিও এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ক্লাবটি। ২০৩১ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন এই স্প্যানিশ উইঙ্গার। মে মাসে চুক্তির সময় ছবি প্রকাশ করা হয়নি, কারণ ইয়ামাল তার প্রিয় দাদি ফাতিমাকে সেদিন সঙ্গে রাখতে পারেননি। এবার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন দাদি, বাবা, ভাই ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নিয়েই।
বার্সা এ উপলক্ষে ইয়ামালের প্রতি সম্মান জানিয়ে আরও একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। ইয়ামালের জন্মস্থান রোসাফন্দায়, যেখানে তিনি ছোটবেলায় ফুটবল খেলতেন, সেখানকার একটি দেয়ালে ক্লাবটি একটি বিশাল ম্যুরাল এঁকেছে। দেয়ালচিত্রে লেখা—‘রোসাফন্দা থেকে বিশ্বের মঞ্চে।’
ইয়ামাল নিজেও আবেগে ভাসিয়েছেন অনুরাগীদের। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায়—ছোট ভাইয়ের সঙ্গে বসে আছেন তিনি। ভাই নিচে বসে টেবিলের ওপর কিছু আঁকছে। টেবিলে রাখা কিছু কাগজে বার্সার তিনটি ১০ নম্বর জার্সির ছবি আঁকা।
এই সময় ইয়ামাল ভাইকে বলেন, ‘এই জার্সি পরে শুধু ভালো খেললে হবে না।’ এরপর টেবিল থেকে একটি কাগজ তুলে নিয়ে বলেন, ‘কেউ কেউ ইতিহাস গড়েছেন।’ আরেকটি কাগজ তুলে বলেন, ‘অন্যরা আনন্দ পেয়েছেন।’ স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, এই দুটি মন্তব্যে তিনি ইঙ্গিত করেছেন ম্যারাডোনা ও রোনালদিনহোর প্রতি।
এরপর ইয়ামাল আরও একটি কাগজ তুলে বলেন, ‘আর সে? সে আমার দেখা সর্বকালের সেরা।’ স্বাভাবিকভাবেই এই মন্তব্যটি লিওনেল মেসিকে নিয়েই।
সবশেষে ইয়ামালের ভাই একটি কাগজ এগিয়ে দেয়, যেখানে একটি ১০ নম্বর বার্সা জার্সি আঁকা এবং খেলোয়াড়ের নাম লেখা ‘লামিনে ইয়ামাল।’ কাগজটি হাতে নিয়ে হেসে ফেলেন ইয়ামাল। এরপর ছোট ভাইকে বলেন, ‘আমি আমার সর্বস্ব নিংড়ে দেব, কথা দিচ্ছি। আমি নিজেই আমার ইতিহাস গড়বো।’
বার্সার আইকনিক ১০ নম্বর জার্সি পাওয়ার পর ইয়ামাল সংবাদমাধ্যমকে বলেন,
‘ছোটবেলায় স্বপ্ন ছিল বার্সার হয়ে খেলবো এবং ১০ নম্বর জার্সি গায়ে দেব। বার্সেলোনায় জন্ম নেওয়া প্রতিটি শিশুরই এই স্বপ্ন থাকে। মেসি তার মতো করে ইতিহাস গড়েছেন, আমি আমার মতো করে গড়তে চাই। আর এই জার্সি আমি পেয়েছি আনসু ফাতির কাছ থেকে। নিজের পথ আমি নিজেই তৈরি করবো।’
সাংবাদিকরা যখন ইয়ামালের সামনে ১০ নম্বর জার্সিধারী কিংবদন্তিদের প্রসঙ্গ তোলেন, তিনি বলেন,
‘মেসির সবকিছু অনুসরণ করার চেষ্টা করবো। তিনি এখনো খেলছেন। রোনালদিনহো ও ম্যারাডোনার কাছ থেকেও অনেক কিছু নেব এবং আশা করি তাদের লিগ্যাসি ধরে রাখতে পারবো।’
আজকের প্রথা/ফা-আ