২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল যে ১৫ দেশ


টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: নাম লেখাল আরও দুই দেশ, নিশ্চিত হলো ১৫ দল
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আরও দুটি দল জায়গা নিশ্চিত করেছে। ইউরোপিয়ান কোয়ালিফায়ার থেকে প্রথমবারের মতো এই বিশ্বকাপে উঠেছে ইতালি। তাদের সঙ্গী হয়েছে নেদারল্যান্ডস।
এ নিয়ে এখন পর্যন্ত ১৫টি দেশ নিশ্চিতভাবে জায়গা করে নিয়েছে আসন্ন বিশ্বকাপে। বাকি ৫টি দল নির্ধারিত হবে আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে, যার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ১৭ অক্টোবরের মধ্যে।
বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। স্বাগতিক হিসেবে এই দুই দল আগেই সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে।
২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠেছিল আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। ফলে তারা প্রত্যেকেই ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে।
অন্যদিকে, ২০২৪ আসরে সুপার এইটে উঠতে না পারলেও, আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ৩০ জুন ২০২৪ পর্যন্ত শীর্ষ তিন দলের মধ্যে থাকার কারণে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান পেয়েছে বিশ্বকাপে খেলার সুযোগ।
উত্তর আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব জিতে বিশ্বকাপে উঠেছে কানাডা। ২০২৪ সালের আসরেও প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েছিল তারা।
নিশ্চিত হওয়া ১৫ দল:
ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি।
বাকি ৫ দলের লড়াই:
আসন্ন বাছাইপর্বগুলো থেকে আসবে বিশ্বকাপের বাকি পাঁচটি দল। এর মধ্যে আফ্রিকান অঞ্চলের দুইটি দল উঠবে জিম্বাবুয়েতে আয়োজিত বাছাইপর্ব থেকে, যা অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। এতে অংশ নেবে:
জিম্বাবুয়ে, নামিবিয়া, কেনিয়া, তানজানিয়া, নাইজেরিয়া, উগান্ডা, বতসোয়ানা ও মালাউই।
অন্যদিকে, এশিয়া ও ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মিলিত বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ওমানে ৮ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত। এখান থেকে তিনটি দল জায়গা করে নেবে বিশ্বকাপে। অংশগ্রহণকারী দলগুলো হলো:
নেপাল, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ওমান, জাপান, কুয়েত, পাপুয়া নিউ গিনি ও সামোয়া।
আজকের প্রথা/ফা-আ