নতুন চমক নিয়ে বাজারে আসছে অ্যাপল ওয়াচ আলট্রা ৪


নতুন ডিজাইন ও আধুনিক ফিচার নিয়ে সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপল ওয়াচ আলট্রা ৪। ছবি: সংগৃহীত
অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টওয়াচ অ্যাপল ওয়াচ আলট্রা ৪ আগামী সেপ্টেম্বর বিশ্ববাজারে উন্মোচন হতে যাচ্ছে। উন্নত পারফরম্যান্স, আধুনিক স্বাস্থ্য নজরদারি ও শক্তিশালী কানেক্টিভিটির চাহিদা মেটাতে নতুন এই ডিভাইস বাজারে আনছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। নতুন চিপ, বড় ডিসপ্লে ও হালনাগাদ ফিচারের কারণে ইতোমধ্যেই প্রযুক্তি বিশ্লেষক ও ব্যবহারকারীদের মধ্যে অ্যাপল ওয়াচ আলট্রা ৪ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
আগের সংস্করণের তুলনায় আলট্রা ৪ আরও পাতলা, হালকা ও বড় ডিসপ্লে নিয়ে আসছে বলে জানা গেছে। পাতলা বেজেল ও বড় স্ক্রিনের কারণে নোটিফিকেশন দেখা, অ্যাপ ব্যবহার এবং স্বাস্থ্যসংক্রান্ত তথ্য পর্যবেক্ষণ আরও সহজ হবে। বিশেষ করে আউটডোর অ্যাক্টিভিটি ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের কথা বিবেচনায় রেখে ডিভাইসটির ডিজাইন আরও আরামদায়ক ও ব্যবহারবান্ধব করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
হার্ডওয়্যারের দিক থেকেও বড় পরিবর্তন আনছে অ্যাপল। নতুন S11 চিপ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দ্রুত পারফরম্যান্সের পাশাপাশি ব্যাটারি ব্যবস্থাপনাকে আরও দক্ষ করবে। এই চিপ অ্যাপলের অন্যান্য সহায়ক চিপের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে, ফলে সামগ্রিক ব্যবহার অভিজ্ঞতা হবে আরও স্মুথ ও নির্ভরযোগ্য।
কানেক্টিভিটির ক্ষেত্রেও উল্লেখযোগ্য উন্নয়ন আসতে পারে। ধারণা করা হচ্ছে, অ্যাপল ওয়াচ আলট্রা ৪-এ ৫জি সাপোর্ট যুক্ত হবে, যা দুর্বল নেটওয়ার্ক এলাকাতেও উন্নত কল ও ডেটা সেবা নিশ্চিত করবে। পাশাপাশি আগের মতো স্যাটেলাইট এসওএস ফিচার থাকছে, যা জরুরি পরিস্থিতিতে ব্যবহারকারীদের নিরাপত্তা দেবে।
ব্যাটারি লাইফ বরাবরের মতোই আলট্রা সিরিজের বড় শক্তি হিসেবে থাকছে। নতুন মডেলটি লো-পাওয়ার মোডে সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে জানা গেছে, যা দীর্ঘ ভ্রমণ ও আউটডোর কার্যক্রমে যুক্ত ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা। স্বাস্থ্য নজরদারির দিকেও গুরুত্ব দিয়েছে অ্যাপল। নতুন মডেলে উচ্চ রক্তচাপ সতর্কতা ফিচার যুক্ত হতে পারে, যদিও বহু প্রত্যাশিত গ্লুকোজ সেন্সর এবারও অন্তর্ভুক্ত হচ্ছে না বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, অ্যাপল ওয়াচ আলট্রা ৪ আগামী ৪ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হতে পারে। এর সম্ভাব্য মূল্য ধরা হচ্ছে ৮৪৯ থেকে ৮৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ লাখ ৩ হাজার থেকে ১ লাখ ১০ হাজার টাকা। সব মিলিয়ে, প্রিমিয়াম স্মার্টওয়াচ বাজারে অ্যাপলের অবস্থান আরও শক্তিশালী করতে যাচ্ছে অ্যাপল ওয়াচ আলট্রা ৪।









