বাংলাদেশ মিশনে যুক্তরাজ্যে দায়িত্ব পেলেন ওসমান হাদির ভাই

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
১৬ জানুয়ারী, ২০২৬ এ ১১:০১ এএম
ওসমান হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। ছবি: সংগৃহীত

ওসমান হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ওমর বিন হাদিকে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ চুক্তিভিত্তিক এবং নির্ধারিত মেয়াদ শেষে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে, যদি না নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়।

নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব পালনকালীন সময়ে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না। নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থ বিবেচনায় এ আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

তবে বিষয়টি নিয়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে, কারণ বর্তমানে বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব নামে কোনো অনুমোদিত পদ নেই। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হলে সংশ্লিষ্ট মিশনে স্বয়ংক্রিয়ভাবে নতুন পদ সৃষ্টি হয়।

অন্তর্বর্তী সরকারের সময়ে এমন নিয়োগ প্রক্রিয়া ও রাজনৈতিক পরিচয়ের সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকায় বিষয়টি নজর কাড়ছে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত। তবে সরকারিভাবে নিয়োগকে নিয়মিত প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবেই ব্যাখ্যা করা হয়েছে।

নিয়োগের প্রজ্ঞাপন কার্যকর হওয়ার মাধ্যমে ওমর বিন হাদির যুক্তরাজ্যে দায়িত্ব গ্রহণের পথ উন্মুক্ত হলো। এখন আনুষ্ঠানিক যোগদান ও চুক্তিপত্র স্বাক্ষরের মধ্য দিয়ে তার কর্মপর্ব শুরু হবে বলে জানা গেছে।