বাংলাদেশে হোস্টিং ডটকমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তি ডেস্ক
১৬ জানুয়ারী, ২০২৬ এ ১০:৩৩ এএম
ফয়েজ আহমদ তৈয়্যব হোস্টিং ডটকমের বাংলাদেশে আনুষ্ঠানিক উদ্বোধন করছেন, উপস্থিত রয়েছেন স্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞরা। ছবি সংগৃহীত

ফয়েজ আহমদ তৈয়্যব হোস্টিং ডটকমের বাংলাদেশে আনুষ্ঠানিক উদ্বোধন করছেন, উপস্থিত রয়েছেন স্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞরা। ছবি সংগৃহীত

বিশ্বখ্যাত ওয়েব হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান হোস্টিং ডটকম বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বুধবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সরকারের পক্ষ থেকে হোস্টিং ডটকমকে বাংলাদেশে স্বাগত জানিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “বাংলাদেশে হোস্টিং ডটকমের কার্যক্রম শুরু হলে সার্ভার অবকাঠামো, ক্লাউডভিত্তিক সমাধান, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও ডোমেইন ব্যবসাসহ বিভিন্ন ডিজিটাল সেবা নতুন গতি পাবে। এতে বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং মানসম্মত সেবার বিস্তার ঘটবে।”

তিনি আরও বলেন, “ব্যবহারকারীদের জন্য ইতিবাচক অভিজ্ঞতা এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে। পাশাপাশি এটি একটি শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলবে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়নকে ত্বরান্বিত এবং দেশে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের পরিসরকে আরও বিস্তৃত করবে।”

হোস্টিং ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেব দে লেমোস বলেন, “দাম ও প্যাকেজ নিয়ে আমরা প্রচুর সাড়া পেয়েছি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। খুব শিগগিরই বাংলাদেশি গ্রাহকদের জন্য বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি ও চাহিদা মাথায় রেখেই আমরা এগোচ্ছি। আমাদের অবকাঠামোয় ৩০ লাখের বেশি ওয়েবসাইট সক্রিয় এবং প্রতি ১৫ সেকেন্ডে নতুন একটি ওয়েবসাইট যুক্ত হচ্ছে। বিশ্বের ২০টির বেশি ডাটা সেন্টার ও এক হাজারের বেশি বিশেষজ্ঞের সমন্বয়ে দ্রুত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করছি।”

বাংলাদেশ অপারেশন ম্যানেজার ইমরান হোসেন জানান, “হোস্টিং ডটকমের বৈশ্বিক মানের হোস্টিং ও ডাটা অবকাঠামো বাংলাদেশি উদ্যোক্তা, স্টার্টআপ ও ডিজিটাল ব্যবসার জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে। এর ফলে স্থানীয় প্রযুক্তি ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বাংলাদেশকে আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে জানানো হয়েছে, হোস্টিং ডটকম বাংলা ভাষায় গ্রাহকসেবা দেবে। একই সঙ্গে স্থানীয় মুদ্রায় মূল্য পরিশোধ এবং সাশ্রয়ী মূল্যে হোস্টিং সেবা নিশ্চিত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, স্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ ও শিল্পের প্রতিনিধিরা।