জাবালে রহমতে ওমরাযাত্রীদের জন্য বিশেষ দিকনির্দেশনা


ছবি : সংগৃহীত
সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় চলতি উমরা মৌসুমে আরাফাতের ময়দান ভ্রমণকারীদের জন্য বিশেষ সেবা কার্যক্রম চালু করেছে। ওমরাযাত্রীদের ধর্মীয় নির্দেশনা ও পরামর্শ প্রদানের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, জাবালে রহমতের নিকটবর্তী স্থানে বিভিন্ন ভাষাভিত্তিক বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথ থেকে ওমরাযাত্রীদের ধর্মীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা, পরামর্শ এবং তথ্যবহুল পুস্তিকা সরবরাহ করা হচ্ছে। এছাড়া, বিশেষজ্ঞ আলেমরা আগতদের নিজস্ব ভাষায় সরাসরি সেবা দিচ্ছেন। এতে বিভিন্ন দেশ থেকে আসা ওমরাযাত্রীরা সঠিক দিকনির্দেশনা পেয়ে উপকৃত হচ্ছেন।
ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগতদের সহজ সেবা প্রদানের জন্য আরবি ছাড়াও ইংরেজি, উর্দু, তুর্কি, বাংলা সহ একাধিক ভাষায় বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে। ফলে ওমরাযাত্রীরা যে ভাষাতেই কথা বলুন না কেন, তারা সহজেই ধর্মীয় বিষয়ের উত্তর ও নির্দেশনা পাচ্ছেন।
উমরা মৌসুমে বিশ্বজুড়ে লাখো মুসলমান মিন্না, মুজদালিফা ও আরাফাতের ময়দানসহ পবিত্র স্থানসমূহ পরিদর্শন করেন। এর মধ্যে জাবালে রহমত একটি বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব বহন করে, যেখানে হাজিরা ও উমরাযাত্রীরা নফল নামাজ আদায় করেন, দোয়া করেন এবং অনেকেই স্মারক ছবি তোলেন।
মানুষের ভিড় সামলাতে এবং চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন বিশেষ পদক্ষেপ নিয়েছে। পাহাড়ে ওঠা ও নামার পথে রাস্তা একমুখী করা হয়েছে, যাতে আগতদের মধ্যে কোনো ধরণের ভিড় বা অসুবিধা না হয়।