জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

শিক্ষা ডেস্ক
শিক্ষা ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৫ এ ৬:০৫ এএম
নির্বাচনের দিনে জাবিতে আইনশৃঙ্খলা জোরদার। ছবি:সংগৃহীত

নির্বাচনের দিনে জাবিতে আইনশৃঙ্খলা জোরদার। ছবি:সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনভিপ্রেত ঘটনা এড়াতে প্রবেশপথে অবস্থান নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা গেছে, প্রধান ফটক, মীর মশাররফ হোসেন হলের সংলগ্ন ফটক, প্রান্তিক ফটক এবং বিশ মাইল ফটকসহ প্রতিটি প্রবেশপথে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। ক্যাম্পাসে বিভিন্ন স্থানে পুলিশ টহল চালাচ্ছে।

বহিরাগত কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে প্রথমেই তাদের থামানো হচ্ছে। পরিচয়পত্র পরীক্ষা করে নিশ্চিত করা হচ্ছে যে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী বা অনুমোদিত কেউ কি না। বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

প্রবেশপথে কঠোর নিয়ন্ত্রণ থাকলেও ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। মূলত ভোটকেন্দ্রকেন্দ্রিক কার্যক্রম নিয়েই ব্যস্ত রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কমিশন সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।”

নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে ১৫০০ পুলিশ, ৭ প্লাটুন বিজিবি এবং ৫ প্লাটুন আনসার মোতায়েন রয়েছে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য ক্যাম্পাসের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা অবস্থান করছেন। মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন গেট ও প্রান্তিক গেট ব্যতীত অন্যান্য গেট ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।

এবারের জাকসু নির্বাচনে ২৫টি পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।