কাজাখস্তানের দুর্গম এলাকায় চলছে নিশোর ‘দম’ সিনেমার কাজ


আফরান নিশো। ছবি:সংগৃহীত
কাজাখস্তানের দুর্গম প্রান্তরে চলছে বহুল আলোচিত সিনেমা ‘দম’-এর লোকেশন রেকি। প্রথম সারির তারকা আফরান নিশো, চঞ্চল চৌধুরী এবং নির্মাতা রেদওয়ান রনির উপস্থিতি ঘিরে ইতোমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আসন্ন রোজার ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিতব্য এ সিনেমা নিয়ে দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে।
নির্মাতা রেদওয়ান রনি সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে তিনি উল্লেখ করেন, “‘দম’-এর দম পরীক্ষা চলছে।” এরপর থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সিনেমার টিম বর্তমানে কাজাখস্তানেই লোকেশন নির্বাচন করছেন।
সিনেমার শুটিংয়ের জন্য সৌদি আরব ও জর্ডানের নাম আগে শোনা গেলেও শেষ পর্যন্ত কাজাখস্তানকেই বেছে নিয়েছেন প্রযোজনা সংশ্লিষ্টরা। প্রযোজক, পরিচালক ও শিল্পীরা একসঙ্গে ঘুরে দেখছেন কোন কোন স্থানে দৃশ্যধারণ করা সম্ভব এবং কোন কোন দৃশ্যে অভিনেতাদের চ্যালেঞ্জ নিতে হবে।
রেদওয়ান রনি দীর্ঘদিন পর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ফিরছেন। তার ভাষায়, “‘দম’ আসলে দম নিয়ে দম বানাতে আসছি। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই সিনেমায় থাকবে টিকে থাকার সংগ্রাম ও সার্ভাইভালের কাহিনি।”
সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। নিশো জানিয়েছেন, এ সিনেমার চরিত্র তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে, কারণ এতে অভিনয়ের চ্যালেঞ্জ অনেক। অন্যদিকে চঞ্চল চৌধুরী মন্তব্য করেছেন, “‘দম’-এর গল্প অসাধারণ, যা দর্শককে এক নতুন অভিজ্ঞতা দেবে।” তবে সিনেমার প্রধান নারী চরিত্রে কে থাকবেন, তা এখনও নিশ্চিত করা হয়নি।
এসভিএফ, আলফা–আই এন্টারটেইনমেন্ট ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত ‘দম’ সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের রোজার ঈদে। এরই মধ্যে শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা।