সালমান শাহের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন বার্তা শাকিবের


বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন শাকিব খান। ছবি:সংগৃহীত
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান। আজ তার ২৯তম মৃত্যুবার্ষিকী। এ দিনটিতে তাকে স্মরণ করছেন অসংখ্য ভক্ত, অনুরাগী ও চলচ্চিত্রপ্রেমী।
শুধু ভক্তরাই নন, ঢালিউডের বর্তমান শীর্ষ নায়ক শাকিব খানও শ্রদ্ধাভরে স্মরণ করেছেন প্রিয় অমর নায়ককে। শনিবার দুপুরে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস-এর ফেসবুক পেজে শাকিব খান একটি ফটোকার্ড শেয়ার করেন। কোলাজে সাজানো সালমান শাহের তিনটি ছবির ওপরে লেখা ছিল— “স্মরণে অমর নায়ক সালমান শাহ।”
পোস্টের ক্যাপশনে শাকিব খান লিখেন, “যেখানেই থাকুন, আপনার আত্মার শান্তি কামনা করছি।” এই সংক্ষিপ্ত বার্তাই ভক্তদের হৃদয়ে আবেগ ছুঁয়ে যায়। অনেকেই মন্তব্যে সালমান শাহ ও শাকিব খানের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, সালমান শাহের অকাল প্রয়াণ ঢালিউডের ইতিহাসে এক অপূরণীয় শূন্যতা তৈরি করে। তার মৃত্যু নিয়ে আজও রহস্যের শেষ হয়নি— কেউ বলেন আত্মহত্যা, আবার অনেকে দাবি করেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে যেভাবেই হোক, সালমান শাহ তার ভক্তদের হৃদয়ে চিরস্থায়ী আসন গড়ে নিয়েছেন।
তার স্টাইল, ব্যান্ডানা, সানগ্লাস, মোটরবাইক চালানোর ভঙ্গি, ঘন কালো চুল আর মায়াবী হাসি আজও দর্শকের মনে ভেসে ওঠে। এ কারণেই সালমান শাহ কেবল একজন অভিনেতা নন, তিনি ছিলেন ঢাকাই চলচ্চিত্রে তরুণ প্রজন্মের এক প্রতীক।