ডাকসু নির্বাচনের পর আলোচনায় ভিপি প্রার্থী জালালের জামিন


ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে আলোচিত জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল হলে রুমমেটকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে যান। নির্বাচনের মাত্র দুদিন পর তিনি আদালতের আদেশে জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। আদালতে প্রসিকিউশন পুলিশের এসআই জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেন। এদিন আসামির আইনজীবী রফিকুল ইসলাম (হিমেল) জামিনের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, জালালকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তার বিরুদ্ধে কোনো সুস্পষ্ট প্রমাণ নেই।
আইনজীবী আরও জানান, জালাল বিসিএস পরীক্ষার্থী এবং চলতি মাসের ১৯ তারিখে তার গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। তাই যে কোনো শর্তে জামিনের আবেদন জানানো হয়। অপরদিকে রাষ্ট্রপক্ষে ইসরাত জাহান জামিনের বিরোধিতা করেন। শেষ পর্যন্ত আদালত পাঁচ হাজার টাকা মুচলেকা ও পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রদর্শনের শর্তে জামিন মঞ্জুর করেন।
জালালের আইনজীবী বলেন, জামিননামা দাখিল করা হয়েছে এবং অন্য কোনো মামলা না থাকায় শুক্রবার সকালে তার মুক্তি পাওয়ার আশা করা হচ্ছে। মামলার বিবরণীতে উল্লেখ আছে, মুহসীন হলের রুমমেট রবিউল হকের সঙ্গে বিভিন্ন সময় তর্ক-বিতর্কে জড়াতেন জালাল। গত ২৬ আগস্ট রাতে এক পর্যায়ে তিনি রুমমেটকে চেয়ার ও টিউবলাইট দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে রবিউল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ শাহবাগ থানায় মামলা দায়ের করেন। কয়েক দফা জামিন আবেদন নাকচ হওয়ার পর অবশেষে নির্বাচনের দুদিন পর আদালত থেকে জামিন পেলেন ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমদ।