যে দোয়ায় সহজ হয় কঠিন কাজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৫ এ ৯:৩১ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মানবজীবনে প্রতিটি কাজের সঙ্গেই নানা চ্যালেঞ্জ ও কঠিনতা জড়িত থাকে। কখনো তা শারীরিক পরিশ্রম, আবার কখনো মানসিক অস্থিরতা বা আর্থিক সংকট হয়ে দাঁড়ায়। এ অবস্থায় মানুষ সহজেই হতাশ হয়ে যায়। কিন্তু ইসলামী শিক্ষা আমাদের শেখায়, যে কোনো কঠিন কাজ সহজ করার জন্য মহান আল্লাহর দরবারে সাহায্য চাইতে হবে। কারণ আল্লাহ তায়ালা ছাড়া কোনো কাজেই প্রকৃত শান্তি ও সাফল্য লাভ সম্ভব নয়।

হাদিসে এসেছে, মানুষ যত বড় সমস্যার সম্মুখীন হোক না কেন, আল্লাহর কাছে দোয়া করলে তিনি তার কঠিনকেও সহজ করে দেন। বিখ্যাত হাদিসগ্রন্থ সহিহ ইবনে হিব্বান-এ একটি বিশেষ দোয়া বর্ণিত হয়েছে, যা কঠিন কাজ সহজ করার জন্য পড়া উত্তম।

দোয়া:

اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا

উচ্চারণ: আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জা’আলতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হাযনা ইজা শিতা সাহলান।

অর্থ: হে আল্লাহ! আপনি যা সহজ করেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আর আপনি চাইলে কঠিনকেও সহজ করে দেন। (সহিহ ইবনে হিব্বান, হাদিস: ২৪২৭)

এছাড়া হজরত আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) কঠিন সমস্যার মুখোমুখি হলে আরেকটি দোয়া পাঠ করতেন।

দোয়া:

يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ

উচ্চারণ: ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগিছ।

অর্থ: হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আমি আপনার রহমতের ওসিলায় আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। 

(তিরমিজি, মুসতাদরাকে হাকেম)

এই দোয়াগুলো পড়লে মনোবল দৃঢ় হয় এবং মানুষ আল্লাহর ওপর ভরসা করে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়।