৩ শর্তে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিলেন জামায়াত আমির

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
১০ ডিসেম্বর, ২০২৫ এ ৪:১২ এএম
মিরপুরে নির্বাচনি প্রচারণায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে তিন শর্তে সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে জামায়াত। সুষ্ঠু নির্বাচন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। ছবি: সংগৃহীত

মিরপুরে নির্বাচনি প্রচারণায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে তিন শর্তে সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে জামায়াত। সুষ্ঠু নির্বাচন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় গেলে তিনটি নির্দিষ্ট শর্তের ভিত্তিতে সকল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় নির্বাচনি প্রচারণার সময় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান জানান, অনেক রাজনৈতিক নেতৃত্ব জাতীয় সরকার গঠনের কথা বললেও তাদের পরিকল্পনায় জামায়াতকে বাদ দেওয়া হয়। তবে জামায়াত ক্ষমতায় গেলে তিন শর্ত পূরণ সাপেক্ষে সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলে তিনি উল্লেখ করেন। যদিও তিনি বক্তব্যে ওই তিন শর্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেননি।

তিনি আরও বলেন, দেশের বিদ্যমান বৈষম্যমূলক অর্থনৈতিক কাঠামো জনগণের মধ্যে অস্থিরতা সৃষ্টি করছে। শ্রমজীবী মানুষ ও সম্পদশালীদের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান দূর করা ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ করা অত্যন্ত জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

নির্বাচনব্যবস্থার দুর্বলতাকে অপরাধ বৃদ্ধির অন্যতম উৎস হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, “সব অপরাধের যাত্রা শুরু হয় অপনির্বাচন থেকে।” তিনি বলেন, আগামীর জাতীয় নির্বাচন শতভাগ সুষ্ঠুভাবে আয়োজন করতে হবে, যাতে প্রকৃত জনগণের প্রতিনিধিরা দেশ পরিচালনায় সুযোগ পান।

ধর্মভিত্তিক আইন প্রণয়নের দাবিতে তিনি আরও বলেন, অতীতের অনেক নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল কুরআন ও সুন্নাহবিরোধী আইন প্রণয়ন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। এবার তারা যেন স্পষ্ট ঘোষণা দেয় যে ক্ষমতায় গেলে কুরআনের আইন প্রতিষ্ঠা করবে।

নিজের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, অনেকে তাকে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহারের পরামর্শ দেন, কিন্তু তিনি আল্লাহর ওপরই নিরাপত্তার ভরসা রাখেন।