বচ্চন পরিবারের গোপনীয়তা রক্ষায় সতর্কবার্তা ঐশ্বরিয়ার

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
১০ ডিসেম্বর, ২০২৫ এ ৫:৪৭ এএম
মেয়ে আরাধ্যাকে ঘিরে সামাজিক মাধ্যমের ভুয়া প্রচারণা নিয়ে বক্তব্য দিচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: সংগৃহীত

মেয়ে আরাধ্যাকে ঘিরে সামাজিক মাধ্যমের ভুয়া প্রচারণা নিয়ে বক্তব্য দিচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন সম্প্রতি মেয়েকে ঘিরে সামাজিক মাধ্যমে চলা আলোচনা-সমালোচনার বিষয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন। কারা, কী মন্তব্য করছেন এবং কেন তা ছড়িয়ে পড়ছে—এই বিস্তৃত বিতর্কের মাঝেই তিনি জানান, আরাধ্যার নামে সামাজিক মাধ্যমে থাকা সব অ্যাকাউন্টই ভুয়া এবং বিষয়টি নিয়ে অনলাইনে অনর্থক ‘টানাটানি’ হচ্ছে।

কিছুদিন আগেই ঐশ্বরিয়া ও অমিতাভ বচ্চন আদালতের শরণাপন্ন হন ব্যক্তিগত ছবি ও ভিডিওর অননুমোদিত ব্যবহারের বিরুদ্ধে। দিল্লি উচ্চ আদালত বচ্চন পরিবারের পক্ষে রায় দিয়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষা নিশ্চিত করে। এই ঘটনার পর থেকেই আরাধ্যাকে নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে অসংখ্য ভুয়া পোস্ট ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে।

সাম্প্রতিক এক অনুষ্ঠানে প্রশ্নের মুখে নিজের নীরবতা ভেঙে ঐশ্বরিয়া জানান, সামাজিক মাধ্যমে তিনি নিজেও খুব সীমিতভাবে সক্রিয় থাকেন। তাই অন্যদেরও নির্দিষ্ট সময় পর অনলাইন থেকে দূরে থাকার পরামর্শ দেন। তিনি বলেন, যেসব প্রোফাইল আরাধ্যার নামে পরিচালিত হচ্ছে, তা একেবারেই ভিত্তিহীন এবং তাদের পরিবারের অনুমোদনবিহীন।

অভিষেক বচ্চন ও পুরো পরিবার সামাজিকভাবে জনপ্রিয় হওয়ায় মানুষের আগ্রহ স্বাভাবিক বলে মন্তব্য করেন ঐশ্বরিয়া। তবে তিনি অনুরোধ করেন, অনলাইনে যেকোনো তথ্য দেখতে পেলেই তা যেন সবাই অন্ধভাবে বিশ্বাস না করেন। তার ভাষায়, “আমার মেয়ে আরাধ্যার সামাজিক মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই। যা ছড়াচ্ছে, তার বেশির ভাগই ভুয়া।”

তিনি আরও জানান, পরিবারকে ভালোবাসার কারণে মানুষ আগ্রহ দেখান, কিন্তু এর অপব্যাখ্যা বা অনাকাঙ্ক্ষিত প্রচার সন্তানদের জন্য মানসিক চাপে পরিণত হতে পারে। তাই দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।