এমবাপ্পের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন্স লিগে আলোচনায় লেনার্ট কার্ল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর, ২০২৫ এ ৫:৩৫ এএম
চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিংয়ের বিপক্ষে দারুণ গোল উদযাপন করছেন লেনার্ট কার্ল। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিংয়ের বিপক্ষে দারুণ গোল উদযাপন করছেন লেনার্ট কার্ল। ছবি: সংগৃহীত

মাত্র ১৭ বছর বয়সেই ইউরোপিয়ান ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন জার্মান প্রতিভা লেনার্ট কার্ল। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং লিসবনের বিপক্ষে গোল করে ভেঙেছেন কিলিয়ান এমবাপ্পের আরেকটি বয়সভিত্তিক রেকর্ড। মিউনিখে অনুষ্ঠিত ম্যাচে তার অসাধারণ পারফরম্যান্সে ঘুরে দাঁড়িয়ে ৩–১ ব্যবধানে জিতেছে বায়ার্ন মিউনিখ।

ম্যাচের শুরুতেই আক্রমণে আধিপত্য বিস্তার করে বায়ার্ন। কার্ল বল জালে পাঠালেও গেনাব্রির সামান্য অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। বিরতির আগে হ্যারি কেইনের শট পোস্টে লাগে এবং কার্লের হেড রুই সিলভা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন। ফলে প্রথমার্ধ গোলশূন্য থাকে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের গতি পাল্টে যায়। বাম দিক থেকে জোয়াও সিমোয়েসের ক্রস ব্লক করতে গিয়ে জোশুয়া কিমিখ ভুলবশত নিজ জালেই বল জড়িয়ে দেন। এতে ১–০ ব্যবধানে পিছিয়ে পড়ে বায়ার্ন। তবে মাত্র দশ মিনিট পর কর্নার থেকে সার্জ গেনাব্রি সহজ শটে সমতা ফেরান। এরপর ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত সৃষ্টি করেন কিশোর কার্ল।

৬০তম মিনিটে বক্সে বল পেয়ে প্রথমে চমৎকার নিয়ন্ত্রণ নেন কার্ল। এরপর ডান পায়ে শক্তিশালী শটে জাল খুঁজে পান তিনি। এই গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। পরবর্তীতে কিমিখের দূরপাল্লার পাস থেকে ওলিসের হেড ডিফ্লেকশন হয়ে পৌঁছে যায় টার কাছে, যিনি সহজেই স্কোরলাইন ৩–১ করেন।

পুরো ম্যাচজুড়ে বায়ার্নের সবচেয়ে বড় আক্রমণাত্মক ভরসা ছিলেন কার্ল। হ্যারি কেইন দলে থাকলেও গোলের হুমকি বেশি এসেছে এই কিশোর ফরোয়ার্ডের পা থেকে। এই গোলের সুবাদে ১৭ বছর ২৯০ দিনে কার্ল হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সবচেয়ে কম বয়সে টানা তিন ম্যাচে গোল করা খেলোয়াড়। পূর্ববর্তী রেকর্ডটি ছিল ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের, যিনি ১৮ বছর ১১৩ দিনে এই কীর্তি গড়েছিলেন।

এদিকে, একই রাতে এমবাপ্পের আরেকটি বয়সভিত্তিক রেকর্ড ভেঙেছেন বার্সেলোনার লামিন ইয়ামাল, যিনি ইউরোপিয়ান ফুটবলে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।