র‌্যাব-১২ টিমের অভিযান

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ (জেলা) প্রতিনিধি
সিরাজগঞ্জ (জেলা) প্রতিনিধি
১০ ডিসেম্বর, ২০২৫ এ ৪:২৯ এএম
সিরাজগঞ্জে র‌্যাব-১২ অভিযানে ট্রাকভর্তি ৫১ কেজি গাঁজা জব্দ ও দুই কারবারী আটক।

সিরাজগঞ্জে র‌্যাব-১২ অভিযানে ট্রাকভর্তি ৫১ কেজি গাঁজা জব্দ ও দুই কারবারী আটক।

র‌্যাব-১২ এর বিশেষ টিম সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ দুই কারবারীকে আটক করেছে। এ সময গাঁজা পরিবহণ কাজে নিয়োজিত একটি ট্রাকও জব্দ করা হয়েছে। 

 মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর ০৪.৩০ টায় আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর ঢাকা টু রাজশাহী মহাসড়ক থেকে গাঁজা, ট্রাক জব্দ ও দুইজনকে আটক করেছে। অভিযান পরিচালনা করে ৫১ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহণ ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ৫টি মোবাইল ফোন এবং নগদ ১১২০/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো পুকুরিয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলেমো. আজিজুল হক (৩২), চাপাইনবাবগঞ্জজেলার  শিবগঞ্জের একবরপুর গ্রামের মর্তুজা আলীর ছেলে  মো. বিশু আলী (২৮)। জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন হতে লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ট্রাক যোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল।

প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সিরাজগঞ্জের উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত)মেজর ফারহান-উজ-জামান। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।