ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

টাঙ্গাইলের ৭ আসনে বিএনপি’র প্রার্থী তালিকা প্রকাশ

টাঙ্গাইল (জেলা) প্রতিনিধি
টাঙ্গাইল (জেলা) প্রতিনিধি
৪ নভেম্বর, ২০২৫ এ ৩:১৬ এএম
ছবি : টাঙ্গাইলের ৭ আসনে বিএনপি’র প্রার্থী তালিকা প্রকাশ

ছবি : টাঙ্গাইলের ৭ আসনে বিএনপি’র প্রার্থী তালিকা প্রকাশ

আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে ৮ টি আসনের মধ্যে ৭টি আসনের বিএনপি’র সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে। 

সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনশ আসনের মধ্যে ২৩৭ আসনের এ তালিকা প্রকাশ করেন। এতে টাঙ্গাইলের ৮ আসনের মধ্যে ঘোষণা করেছেন ৭ টি আসনের । বাকি আছে টাঙ্গাইল ৫ আসনের প্রার্থীর নাম। 

প্রকাশিত তালিকা অনুযায়ী- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল- ২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম পিন্টু টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে অ্যাডভোকেট এসএম  ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন,টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে) আসনে উপজেলা বিএনপি'র সদস্য রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল- ৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক  আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং  টাঙ্গাইল- ৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি’র ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়েছে।   এদিকে টাঙ্গাইল-৫ (সদর) আসনে কারও নাম ঘোষণা করা হয়নি অপরদিকে নাম ঘোষণার পর সমর্থকদের উল্লাস করতে দেখা গেছে।

সংশ্লিষ্ট্য সূত্রে জানা যায়, টাঙ্গাইল-৮টি আসনের মধ্যেই সব কয়টি আসনে বিএনপি’র একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা ঘোষণার দিনেও মাঠে পৃথক কর্মসূচিতে নির্বাচনী কাজ ব্যস্ত ছিলেন। এর মধ্যে দল প্রার্থীদের তালিকা ঘোষণা  দিয়ে দিলো। এদিকে টাঙ্গাইল-৫ (সদর) আসনে একাধিক প্রার্থী তালিকাতে আছেন কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সাবেক ছাত্র নেতা সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল । তারা সদর আসনে ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। তাদের অবস্থান সমানে সমান। দুই জনই দলকে জনগণের সামনে তুলে ধরতে ৩১ দফার ডাক নিয়ে ছুটে গেছেন আনাচে কানাচে। তাই  বিএনপি’র নেতাকর্মীদের ধারণা সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে দল । কাকে রেখে কাকে দেয়। মনোনয়ন প্রত্যাশী আরও থাকলেও  শেষ অবধি টুকু ও ফরহাদের মধ্যে যে কেউই টাঙ্গাইল-৫ আসন থেকে মনোনয়ন পাবেন বলে ধারণা করা হচ্ছে।