মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে অপমানের প্রতিবাদে নুরুল হক নুর

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
২৮ আগস্ট, ২০২৫ এ ৮:৩৯ এএম
মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে সমালোচনার জবাব দিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর । ছবি: সংগৃহীত

মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে সমালোচনার জবাব দিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর । ছবি: সংগৃহীত

ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্য ঘিরে চলমান আলোচনা-সমালোচনার মধ্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এই দেশটাকে উপহার দিয়েছেন ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা। অথচ তাকে যেভাবে অপমান-অপদস্থ করা হলো, তা কোনোভাবেই শোভন নয়। সমালোচকরা তাকে ‘ফজলু পাগলা’ বলে আখ্যায়িত করছেন, অথচ তাদের সেই সমালোচনা করার যোগ্যতাই নেই বলে মন্তব্য করেন নুর।

তিনি আরও অভিযোগ করেন, দেশের বাইরে বসে কিছু ইউটিউবার ও সামাজিক যোগাযোগমাধ্যমকর্মী ফ্যাসিবাদের সময় দেশের পক্ষে না থেকে এখনো প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছেন। তাদের কেউ কেউ নানাভাবে বিদেশি এজেন্ট হিসেবেও কাজ করছেন বলে দাবি করেন তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ফজলুর রহমানের বয়স হয়েছে, তবে দেশের মুক্তিযুদ্ধে তার অবদান অবিস্মরণীয়। ‘‘আজ যে স্বাধীন দেশে আমরা দাঁড়িয়ে কথা বলছি, আমি একজন বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে পারছি, বিদেশে লাল পাসপোর্ট ব্যবহার করছি—এই দেশটিকে উপহার দিয়েছেন ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা,’’ বলেন নুর।

তিনি আরও বলেন, ভুল থাকতে পারে, সমালোচনাও হতে পারে, তবে অপমান বা বিদ্রূপ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ‘‘ফজলু ভাইকে নিয়ে যারা বিদ্রূপ করছেন, তাদের সেই যোগ্যতাই নেই।’’ শিশু ও প্রবীণদের অনেক সময় মানসিকতায় ভিন্নতা থাকে, তারা অবুঝের মতো আচরণ করেন বলেও উল্লেখ করেন ডাকসুর সাবেক ভিপি।

নুর বলেন, ‘‘আমরা তো পার্টি ফোরামে অভিযোগ জানাতে পারি, সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে কথা বলতে পারি। ফজলু ভাই যদি বলেন ৫ আগস্ট একটি ঘটনা ঘটেছে, তাতে কী আসে যায়? দেশের মানুষ জানে কারা মাস্টারমাইন্ড ছিল।’’ তিনি আরও যোগ করেন, ‘‘এ দেশের মানুষ সহজে ভুলে যায়। কিন্তু সময়মতো আমরা প্রমাণসহ সব মনে করিয়ে দেব।’’