ধানের শীষে ভোট দিয়ে দেশ গঠনের সুযোগ দিন - তারেক রহমান


তারেক রহমানের নির্বাচনকালীন অঙ্গীকার ও প্রতিশ্রুতি । ছবি : সংগৃহীত
আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণ যদি বিএনপিকে সমর্থন জানায়, তবে নিরাপদ, সমৃদ্ধ এবং কর্মবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, স্লোগাননির্ভর রাজনীতির যুগ শেষ হয়েছে। বিএনপি কেবল প্রতিশ্রুতি দেয় না, বরং প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ়ভাবে বিশ্বাস করে। জনগণের রায়ে ক্ষমতায় এলে ধাপে ধাপে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি জোর দিয়ে বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন অপরিহার্য।
তারেক রহমান আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন ইতোমধ্যেই ঘোষণা করেছে যে, দীর্ঘ দেড় দশক পর ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দেশের নারী-পুরুষ, ছাত্র, তরুণ ও যুবসমাজসহ সর্বস্তরের জনগণের উদ্দেশে আহ্বান জানান—ধানের শীষে ভোট দিয়ে দেশ গঠনের সুযোগ দিন। একইসঙ্গে তিনি বলেন, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সহনশীল রাজনীতি চর্চার মাধ্যমে দেশের সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন সম্ভব।
প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে দলের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ আধুনিক প্রযুক্তি মানুষের জীবনধারায় বড় পরিবর্তন আনছে। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে তরুণ সমাজকে প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে। বিএনপির পরিকল্পনা অনুযায়ী স্কুল পর্যায় থেকেই প্রযুক্তি শিক্ষাকে বাধ্যতামূলক করা এবং দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষজ্ঞ টিম কাজ করছে।
তিনি মনে করিয়ে দেন, দেশের জনসংখ্যাগত সুবিধা—ডেমোগ্রাফিক ডিভিডেন্ড—হিসাবে বর্তমান কর্মক্ষম জনগোষ্ঠী আমাদের উন্নয়নের বড় হাতিয়ার হতে পারে। এজন্য এই জনসংখ্যাকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতায় সজ্জিত করা জরুরি। পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য ক্রীড়া শিক্ষাকেও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করা যেতে পারে।
অন্যদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, বিএনপি আগামী দিনে সরকার গঠন করতে পারে—এ আশঙ্কায় পরিকল্পিত মিথ্যাচার চালানো হচ্ছে। তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দলটির লক্ষ্য একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন নিশ্চিত করা, যাতে কেউ কারচুপির অভিযোগ তুলতে না পারে।