আজ থেকে বাড়তি দামে ভোজ্যতেল বিক্রি শুরু


নতুন নির্ধারিত দামে আজ থেকে দেশের বাজারে ভোজ্যতেল বিক্রি শুরু হয়েছে। ছবি: সংগৃহীত
দেশের বাজারে ভোজ্যতেলের নতুন দাম আজ সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা এবং আন্তর্জাতিক বাজারদরের প্রেক্ষিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গতকাল রোববার (৭ ডিসেম্বর) এ মূল্য সমন্বয়ের ঘোষণা দেয়। ঘোষণার ফলে খুচরা বাজারে ভোজ্যতেলের দাম লিটারে ৬ টাকা বেড়েছে।
অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্য বাড়ায় অভ্যন্তরীণ বাজারেও সমন্বয় করা প্রয়োজন হয়ে পড়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে নতুন দাম নির্ধারণে সম্মতি দিয়েছে। এতে আমদানিকারক ও পরিশোধনকারীরা ক্ষতি এড়াতে পারবেন এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নতুন নির্ধারিত দামে বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার এখন ১৯৫ টাকায় বিক্রি হবে, যা আগের তুলনায় ৬ টাকা বেশি। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে ৯৫৫ টাকা। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের নতুন দাম লিটারপ্রতি ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সাধারণ ভোক্তাদের ব্যয় বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির দরুন এই সমন্বয় সাময়িক হলেও এর প্রভাব ভোক্তা বাজারে তাৎক্ষণিকভাবে পড়বে। এক মুদি দোকানির ভাষায়, “নতুন দাম কার্যকর হওয়ায় ভোক্তাদের খরচ বাড়বে, তবে আমরা সরকারি নির্দেশনা অনুযায়ীই বিক্রি করছি।”
বর্তমানে মূল্যবৃদ্ধির ঘোষণা কার্যকর হওয়ায় বাজারে ক্রেতাদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ কেউ প্রয়োজন অনুযায়ী কিনছেন, আবার কেউ অপেক্ষা করছেন পরিস্থিতি স্থিতিশীল হওয়ার জন্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারদর কমলে দেশে ভোজ্যতেলের মূল্য পুনর্বিবেচনা করা হবে।










