পূর্ণ চন্দ্রগ্রহণ আজ রাতেই, বাংলাদেশে দেখা যাবে বিরল ‘সুপার ব্লাড মুন’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ সেপ্টেম্বর, ২০২৫ এ ৩:২৪ এএম
সুপার ব্লাড মুন। ছবি:সংগৃহীত

সুপার ব্লাড মুন। ছবি:সংগৃহীত

আজ রাতে বাংলাদেশের আকাশে বিরল এক মহাজাগতিক দৃশ্যের অবতারণা হতে যাচ্ছে। এ বছরের শেষ চন্দ্রগ্রহণটি হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে আকাশ মেঘমুক্ত থাকলে স্পষ্টভাবে দেখা যাবে। বাংলাদেশে এই মহামুহূর্ত শুরু হবে ৭ সেপ্টেম্বর (রবিবার) রাত ৯টা ২৮ মিনিটে এবং চলবে ৮ সেপ্টেম্বর (সোমবার) ভোর ২টা ৫৫ মিনিট পর্যন্ত। মোট গ্রহণ চলবে প্রায় ৭ ঘণ্টা ২৭ মিনিট।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এই চন্দ্রগ্রহণ একটি ‘সুপার ব্লাড মুন’ হবে। সাধারণ চাঁদের তুলনায় এটি প্রায় ৭ শতাংশ বড় এবং ১৫ শতাংশ বেশি উজ্জ্বল হবে। এই কারণে গ্রহণটি আরও মনোমুগ্ধকর হয়ে উঠবে দর্শকদের জন্য। ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এ দৃশ্য স্পষ্ট দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

ঢাকার স্থানীয় সময় অনুযায়ী, পেনুম্ব্রাল গ্রহণ শুরু হবে রাত ৯টা ২৮ মিনিটে, আংশিক গ্রহণ শুরু হবে রাত ১০টা ২৭ মিনিটে এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১১টা ৩০ মিনিটে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে রাত ১২টা ১১ মিনিটে এবং তা শেষ হবে রাত ১২টা ৫২ মিনিটে। চূড়ান্তভাবে চন্দ্রগ্রহণ শেষ হবে ৮ সেপ্টেম্বর ভোর ২টা ৫৫ মিনিটে।

বিশ্বের যেসব এলাকা থেকে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে, তার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে আফ্রিকার কেনিয়া উপকূল পর্যন্ত বিস্তৃত অঞ্চল। এছাড়া ভারত, বাংলাদেশ, চীন, জাপানসহ এশিয়ার বেশিরভাগ অঞ্চল থেকেই গ্রহণটি প্রত্যক্ষ করা সম্ভব হবে। তবে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ এলাকা থেকে এই গ্রহণ দেখা যাবে না।

চন্দ্রগ্রহণ ঘটে তখন, যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় চলে আসে এবং পৃথিবী তার মাঝখানে অবস্থান করে। এতে করে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এবং তা দৃশ্যমান হয়। পূর্ণগ্রাস গ্রহণ তখনই হয়, যখন চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে। আজকের গ্রহণ সেই পূর্ণগ্রাস গ্রহণেরই এক দৃষ্টিনন্দন উদাহরণ।