জাল নথি আপলোড করে ৬৭ কোটি কর ফাঁকি, তদন্তে মামলার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই, ২০২৫ এ ৩:২৬ এএম
ছবি: গ্রাফিক্স

ছবি: গ্রাফিক্স

তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান বি ব্রাদার্স লিমিটেড ৬৭ কোটি টাকার কর ফাঁকির ভয়াবহ জালিয়াতির সঙ্গে জড়িত বলে প্রমাণ পেয়েছে অভ্যন্তরীণ তদন্ত কমিটি। সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন মালিকানাধীন এই প্রতিষ্ঠান সরকারের শুল্কছাড় সুবিধার ফ্রি অব কস্ট (এফওসি) সনদ জাল করে ওয়েবসাইটে আপলোড করে বিপুল পরিমাণ কাপড় আমদানি করেছে।

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে প্রায় ১৩.৫৫ লাখ কেজি কাপড় আমদানি করে প্রতিষ্ঠানটি, যার শুল্কযোগ্য মূল্য ছিল প্রায় ৭৫ কোটি টাকা। এই সময়েই সরকারের ক্ষতি হয়েছে প্রায় ৬৭ কোটি টাকা। ভয়ঙ্কর এই জালিয়াতিতে জড়িত ছিলেন ঢাকা দক্ষিণ বন্ড কমিশনারেটের সিস্টেম অ্যানালিস্ট গোলাম কবীর, যিনি অনুমোদন ছাড়াই ওয়েবসাইটে নথি আপলোড করেন।

তদন্তে উঠে এসেছে, জাল নথির কোনো অনুমোদন কিংবা আবেদন কপি না থাকলেও সেগুলো বন্ড কমিশনারেটের ওয়েবসাইটে আপলোড করা হয়। তদন্ত কমিটির কাছে গোলাম কবীর লিখিতভাবে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এমন না করার আশ্বাসও দিয়েছেন।

বিষয়টি জানতে সাবেক এমপি মোহনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি। কোম্পানির সিএফও শফিকুল ইসলাম জানান, তিনি ভ্যাট বা কর সংক্রান্ত বিষয় দেখেন না।

তদন্ত কমিটি বিষয়টি ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করে মামলার সুপারিশ করেছে এবং সরকারের ক্ষতিপূরণ হিসেবে ৬৭ কোটি টাকা আদায়ের উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছে।

এ ছাড়া ২০২০ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্তির সময়েও অনিয়মে জড়িয়েছিল বলে তথ্য পাওয়া গেছে। তখন বিএসইসি তাদের আইপিও বাতিল করে।