জামালপুরে ৪ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুর (জেলা) প্রতিনিধি
জামালপুর (জেলা) প্রতিনিধি
২৮ জুলাই, ২০২৫ এ ৮:২৬ এএম
জামালপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার । ছবি : সংগৃহীত

জামালপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার । ছবি : সংগৃহীত

জামালপুরে অভিযান চালিয়ে চার হাজার দশ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৭ জুলাই) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ।

গ্রেফতারকৃতরা হলেন-
১. খন্দকার আলী আকবর আজম (৪৬), দয়াময়ী পাড়া, জামালপুর পৌর শহর
২. শাহরিয়ার আলম শিপু (৩০), বোষপাড়া, জামালপুর
৩. সাগর রহমান শাকিল (২৫), কাচাসড়া, সদর উপজেলা

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় দয়াময়ী মোড়ে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই শাহরিয়ার ও শাকিলকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা ট্যাবলেট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এই ইয়াবা খন্দকার আলী আকবর আজমের কাছ থেকে কিনে তারা খুচরায় বিক্রি করতো। পরে তাদের তথ্য অনুযায়ী গভীর রাতে বোষপাড়ার সাততলা ভবনে অভিযান চালিয়ে খন্দকার আলী আকবর আজমকে গ্রেফতার করা হয়। তার বাসা থেকে উদ্ধার করা হয় ৪ হাজার পিস ইয়াবা ও নগদ ২৮ হাজার ৮০ টাকা।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৩ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে এবং আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশ-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।