নড়াইলে পুকুরে ডুবে কিশোরের করুণ মৃত্যু

নড়াইল ( জেলা ) প্রতিনিধি
নড়াইল ( জেলা ) প্রতিনিধি
২৮ জুলাই, ২০২৫ এ ৯:৫৮ এএম
লোহাগড়ায় মৃগী রোগে আক্রান্ত কিশোরের পানিতে ডুবে মৃত্যু । ছবি : সংগৃহীত

লোহাগড়ায় মৃগী রোগে আক্রান্ত কিশোরের পানিতে ডুবে মৃত্যু । ছবি : সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরে ডুবে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম আরাফাত শেখ (১৪)। তিনি উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামের প্রবাসী মোস্তাক শেখের ছেলে

এই দুর্ঘটনাটি ঘটেছে রোববার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে। স্থানীয়রা জানিয়েছেন, আরাফাত প্রতিদিনের মতো বিকেলে বাড়ির পাশের একটি পুকুরের দিকে গরু আনতে যায়। সে সময় পথেই হঠাৎ করে **মৃগী রোগ (এপিলেপ্সি)**発 দেখা দিলে সবার অজান্তে পুকুরে পড়ে যায় সে।

নলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবু তালেব মোল্যা জানান, দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে আরাফাতকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে দ্রুত উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। প্রতিবেশীরা জানান, আরাফাত ছিলো শান্ত স্বভাবের ও ভদ্র কিশোর। তার আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্যরাও গভীর শোকাহত।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা নিহত কিশোরের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।