ভোলায় ৩ দিন পর নৌপথে স্বস্তি, চালু হলো ১০টি লঞ্চ রুট

ভোলা ( জেলা ) প্রতিনিধি
ভোলা ( জেলা ) প্রতিনিধি
২৮ জুলাই, ২০২৫ এ ১০:২২ এএম
আবহাওয়া উন্নতির পর আবারও চালু ভোলার নৌযান রুট । ছবি : সংগৃহীত

আবহাওয়া উন্নতির পর আবারও চালু ভোলার নৌযান রুট । ছবি : সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে টানা তিন দিন বন্ধ থাকার পর অবশেষে ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল আবারও শুরু হয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ ঘোষণা দেয়।

এর আগে গত বৃহস্পতিবার বেলা ১১টা থেকে নদী উত্তাল থাকায় ভোলার সকল অভ্যন্তরীণ যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ফলে এই তিন দিন জনদুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী।

চরফ্যাশন, তজুমদ্দিন, দৌলতখান, মনপুরা ও হাতিয়া এলাকার সঙ্গে দেশের বিভিন্ন স্থানের সংযোগকারী রুটগুলো ছিল পুরোপুরি বন্ধ। হাতিয়া-ঢাকা, হাতিয়া-মনপুরা, চরফ্যাশন-ঢাকা, তজুমদ্দিন-মনপুরা, দৌলতখান-আলেকজান্ডার, তজুমদ্দিন-ঢাকা—এই রুটগুলোসহ মোট ১০টি রুটে আজ সকাল থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।

ভোলা নদী বন্দরের ট্রাফিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, "নদী উত্তাল থাকার কারণে আমরা যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় বৃহস্পতিবার থেকে চলাচল বন্ধ রেখেছিলাম। এখন আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার লঞ্চ চলাচল চালু করা হয়েছে। তবে আমরা সবাইকে সাবধানে চলাফেরার অনুরোধ জানাচ্ছি।"

লঞ্চ চলাচল বন্ধ থাকায় ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছিল। তিন দিন পর নৌ চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরে এসেছে ভোলা অঞ্চলের মানুষের মাঝে।