শেখ হাসিনার বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে দশম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু


শেখ হাসিনা। ছবি সংগৃহীত
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আজ সোমবার (১ সেপ্টেম্বর) দশম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ হবে।
এর আগে গত ২৬ আগস্ট নবম দিনের শুনানিতে পাঁচজন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন। এর মধ্যে ছিলেন চিকিৎসক, প্রত্যক্ষদর্শী এবং শহীদ পরিবারের স্বজনরা। এখন পর্যন্ত মোট ২৯ জন সাক্ষ্য দিয়েছেন এবং আসামিপক্ষ ও প্রসিকিউশনের আইনজীবীরা জেরা ও যুক্তিতর্কে অংশ নিয়েছেন।
ট্রাইব্যুনালের কার্যক্রমে প্রতিদিন নতুন নতুন সাক্ষ্যের মাধ্যমে উঠে আসছে আন্দোলনের সময়কার হত্যাযজ্ঞ, নির্যাতন ও নৃশংসতার চিত্র। প্রসিকিউশনের দাবি, এই মামলায় আনীত অভিযোগ প্রমাণ করার জন্য পর্যাপ্ত সাক্ষ্য ও দলিলপত্র উপস্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, শহীদ পরিবারের সদস্য এবং প্রত্যক্ষদর্শীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ সাক্ষ্য দিয়েছেন।
মামলায় মোট ৮১ জন সাক্ষীর তালিকা রয়েছে। অভিযোগপত্রে ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে রয়েছে দুই হাজারেরও বেশি পৃষ্ঠার তথ্যসূত্র, চার হাজারের বেশি পৃষ্ঠার জব্দ তালিকা ও দালিলিক প্রমাণ এবং দুই হাজারেরও বেশি শহীদের নামের বিবরণ। এসব প্রমাণ উপস্থাপনের মাধ্যমে প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধের দায় প্রমাণে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন আইনজীবীরা।
উল্লেখ্য, গত ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। মামলার অগ্রগতি ঘিরে আদালতের ভেতরে ও বাইরে রয়েছে ব্যাপক আলোচনার ঝড়।