আইএমডিবির বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষে শাহরুখ খানের ‘কিং’

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
১৬ জানুয়ারী, ২০২৬ এ ১০:১৮ এএম
শাহরুখ খান তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর একটি দৃশ্যে।  Select 83 more words to run Humanizer.

শাহরুখ খান তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর একটি দৃশ্যে। Select 83 more words to run Humanizer.

তিন বছর পর রুপালি পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান। তাঁর অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কিং’ মুক্তির আগেই বড় সাফল্য পেয়েছে। জনপ্রিয় চলচ্চিত্র তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) প্রকাশিত ২০২৬ সালের বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে এই ছবি। দর্শকদের বৈশ্বিক আগ্রহ ও অনুসন্ধান তথ্য বিশ্লেষণের ভিত্তিতেই এ তালিকা তৈরি করা হয়েছে।

তিন বছর বিরতির পর বড় বাজেটের সিনেমা দিয়ে আবারও দর্শকের সামনে আসছেন শাহরুখ খান। চলতি বছর মুক্তির অপেক্ষায় থাকা ‘কিং’ নিয়ে শুরু থেকেই ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আইএমডিবির তালিকায় শীর্ষে উঠে আসা সেই আগ্রহেরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আইএমডিবি জানিয়েছে, বিশ্বজুড়ে দর্শকদের প্রকৃত আগ্রহ ও সার্চ ট্রেন্ডের ওপর ভিত্তি করেই এই র‍্যাংকিং করা হয়। প্রতি মাসে প্ল্যাটফর্মটিতে আসা প্রায় ২৫ কোটির বেশি ব্যবহারকারীর পেজভিউ বিশ্লেষণ করে তালিকাটি প্রস্তুত করা হয়েছে। এতে আন্তর্জাতিক পর্যায়ে ভারতীয় সিনেমার প্রতি দর্শকের ক্রমবর্ধমান আগ্রহও স্পষ্ট হয়েছে।

২০২৬ সালের বহুল প্রতীক্ষিত সিনেমার এই তালিকায় মোট ২০টি ছবি জায়গা করে নিয়েছে। পাঁচটি ভাষায় নির্মিত এসব ছবির মধ্যে হিন্দি ভাষার সিনেমার সংখ্যা সবচেয়ে বেশি। পাশাপাশি তালিকায় রয়েছে তেলেগু, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষার সিনেমাও, যা ভারতীয় চলচ্চিত্র শিল্পের বহুভাষিক বিস্তৃতিকে তুলে ধরে।

তালিকার শীর্ষে রয়েছে শাহরুখ খানের ‘কিং’। দ্বিতীয় স্থানে আছে নীতেশ তিওয়ারি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ পার্ট ১’। তৃতীয় স্থানে জায়গা পেয়েছে এইচ ভিনোথ পরিচালিত থালাপতি বিজয় অভিনীত আলোচিত ছবি ‘জন নায়াগন’। চতুর্থ স্থানে রয়েছে প্রভাস অভিনীত ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’। পঞ্চম স্থানে আছে গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন যশ। সিনেমাটির প্রকাশিত টিজার ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

২০২৩ সালে মুক্তি পাওয়া দুটি ব্লকবাস্টার সিনেমার পর আবারও বড় পরিসরের প্রজেক্ট নিয়ে ফিরছেন শাহরুখ খান। আইএমডিবির তালিকায় ‘কিং’-এর শীর্ষস্থান দখল তাঁর জনপ্রিয়তা ও প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের প্রত্যাশাকেই স্পষ্ট করে। এখন দেখার বিষয়, মুক্তির পর বক্স অফিসেও এই সিনেমা একই সাফল্যের ধারা বজায় রাখতে পারে কি না।