স্বপ্নপূরণের দিনেই সব শেষ:

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের করুণ বিদায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই, ২০২৫ এ ১১:৪৭ পিএম
বাংলাদেশ বিমানবাহিনীর তরুণ অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম  সাগর

বাংলাদেশ বিমানবাহিনীর তরুণ অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর

বাংলাদেশ বিমানবাহিনীর তরুণ অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। সোমবার ছিল তাঁর স্বপ্নপূরণের দিন—প্রথম একক ফ্লাইট। পরের মাসেই মিলত পদোন্নতি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাঁর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যায় উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা ভবনে।

তৌকির ছিলেন সদ্য বিবাহিত, মাত্র ছয় মাস আগে বিয়ে করেছেন। তাঁর পরিবার রাজশাহীতে বসবাস করেন। মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের মাতম। স্বজনরা জানায়, তিনি রাজশাহীর নিউ গভ. ল্যাবরেটরি স্কুল থেকে পড়াশোনা শেষে পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন এবং ২০১৬ সালে বিমানবাহিনীতে যোগ দেন।

তৌকিরের মরদেহ আনতে বিমানবাহিনীর হেলিকপ্টার রাজশাহীতে আসে। তাঁর মা, বাবা, বোনসহ স্বজনদের ঢাকায় নেওয়া হয়। তাঁর প্রশিক্ষক, আত্মীয়-স্বজন সবাই আজ গভীর শোকে বিহ্বল।