গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১৩৪, ইসরাইলি হামলায় মোট প্রাণহানি ৫৯ হাজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই, ২০২৫ এ ৩:২৩ এএম
ইসরাইলি হামলায় মোট প্রাণহানি ৫৯ হাজার : ছবি সংগৃহীত

ইসরাইলি হামলায় মোট প্রাণহানি ৫৯ হাজার : ছবি সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের লাগাতার সামরিক অভিযানে প্রতিদিন বাড়ছে লাশের সারি। সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় আরও ১৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে চলমান হামলায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৯ জনে।

সোমবার (২১ জুলাই) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সহিংসতা শুরু হয়েছিল ২০২৩ সালের অক্টোবর থেকে। তারা এটিকে ‘গণহত্যামূলক সামরিক অভিযান’ হিসেবে বর্ণনা করেছে।

সর্বশেষ বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকা থেকে হাসপাতালগুলোতে আরও ১৩৪ জনের মরদেহ নিয়ে আসা হয়েছে এবং আহত হয়েছেন ১,১৫৫ জন। এ পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৪২,১৩৫ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ধ্বংসস্তূপ ও ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে এখনো অনেক লাশ আটকে আছে। রাস্তাঘাটও নিরাপদ নয়। উদ্ধারকারী দলগুলো অনেক এলাকায় পৌঁছাতে ব্যর্থ হচ্ছে ইসরাইলি বাধার কারণে।

এছাড়া সোমবারই জানা গেছে, সহায়তা নেওয়ার সময় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ৯৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ৬৫০ জনের বেশি আহত হয়েছেন। ২৭ মে থেকে মানবিক সহায়তা নিতে গিয়ে মোট নিহত হয়েছেন ১,০২১ জন এবং আহত হয়েছেন ৬,৫১১ জনের বেশি।

চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হলেও ১৮ মার্চ থেকে ইসরাইল ফের পূর্ণমাত্রায় হামলা শুরু করে। এই নতুন পর্যায়ের হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন ৮,১৯৬ জন এবং আহত হয়েছেন ৩০,০৯৪ জনের বেশি।

জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা অবিলম্বে এই বর্বর হামলা বন্ধ ও মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে। তবে পরিস্থিতি এখনও ক্রমাগত অবনতি হচ্ছে, বিশেষ করে সাধারণ ফিলিস্তিনি জনগণ ও শিশুরা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে।