সিরিজ নিশ্চিত করতে যে দল নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২২ জুলাই, ২০২৫ এ ৩:১২ এএম
সিরিজ নিশ্চিত করতে যে দল নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

📰 সিরিজ জয়ের মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ

জিতলেই ইতিহাস, হারলেও সুযোগ থেকে যাচ্ছে। তবে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেওয়ায় টাইগাররা রয়েছে আত্মবিশ্বাসে ভরপুর। সেই ম্যাচে মোস্তাফিজ ও তাসকিনের আগুনঝরা বোলিংয়ে ১৯.৩ ওভারে মাত্র ১১০ রানেই অলআউট হয় পাকিস্তান। ওপেনার ফখর জামান একাই করেন ৪৪ রান।

তাসকিন আহমেদ ৩.৩ ওভারে ২২ রানে নেন ৩ উইকেট, আর মোস্তাফিজুর রহমান ৪ ওভারে মাত্র ৬ রানে শিকার করেন ২ উইকেট—টি-টোয়েন্টি ক্যারিয়ারের অন্যতম সেরা স্পেল এটি।

১২০ বলে ১১১ রানের সহজ লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৭ রানেই পড়ে যায় ২ উইকেট। তবে এরপর দৃঢ়তায় হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। দুজনে মিলে গড়েন ৬২ বলে ৭৩ রানের ম্যাচজয়ী জুটি।
৩৯ বলে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ শেষ করেন পারভেজ ইমন—তিনটি চার ও পাঁচটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। জয় নিশ্চিত হয় ২৭ বল হাতে রেখেই।

এই জয় দিয়েই পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ ৯ বছরের জয়-খরা কাটায় বাংলাদেশ। সর্বশেষ জয় এসেছিল ২০১৬ সালে।


📊 মুখোমুখি পরিসংখ্যান

এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২৩ বার।

  • বাংলাদেশ জয় পেয়েছে: ৪ বার

  • পাকিস্তান জয় পেয়েছে: ১৯ বার


🧠 সম্ভাব্য একাদশ

বাংলাদেশ (সম্ভাব্য একাদশ):
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (উইকেটকিপার), শামিম হোসেন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

পাকিস্তান (সম্ভাব্য একাদশ):
ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলি আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, ফাহিম আশরাফ, সালমান মির্জা, আবরার আহমেদ।


🗣️ কোচদের ভাবনা ও কৌশল

প্রথম ম্যাচের জয়ের পর বাংলাদেশ দল উইনিং কম্বিনেশন ধরে রাখতে চায়। ইনজুরি না থাকলে দ্বিতীয় ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে টাইগাররা।

অন্যদিকে, হারের ধাক্কা সামলে পাকিস্তান তাদের একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে—বিশেষ করে ব্যাটিং ও স্পিন বিভাগে।


🏁 শেষ কথা

বাংলাদেশ যদি আজ জয় পায়, তাহলে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় হবে তাদের। সেই অর্জনের লক্ষ্যে আজ সন্ধ্যায় চোখ থাকবে টাইগারদের দিকেই।

 

আজকের প্রথা/ফা-আ