উত্তরায় বিমান দুর্ঘটনা

সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই, ২০২৫ এ ৫:০২ এএম
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। : ছবি সংগৃহীত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। : ছবি সংগৃহীত

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জানানো হয়, কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যু এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দেশের সব মসজিদে দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও প্রার্থনার আয়োজন চলছে।

গতকাল দুপুর ১টার কিছু পর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করছিল। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে এবং ভবনে আগুন ধরে যায়। এতে অনেক শিক্ষার্থী ও স্টাফ হতাহত হন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেন। বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে, আর শতাধিক মানুষ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।