নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশ - স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই, ২০২৫ এ ৯:২২ এএম
স্বরাষ্ট্র উপদেষ্টা  । ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা । ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, “নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।”

তিনি বলেন, “এখনো সব অস্ত্র উদ্ধার হয়নি, তবে অচিরেই সব অস্ত্র উদ্ধার করা হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে।”

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা সত্য ঘটনা তুলে ধরলে বিভ্রান্তি কমবে। আমরা চাই, সবার কাছে নিরপেক্ষ তথ্য পৌঁছাক।”

জুলাই মাসের গণঅভ্যুত্থান ও মামলার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, “কিছু মামলার তদন্ত অনেক দূর এগিয়েছে। তবে উদ্দেশ্যমূলকভাবে দায়ের করা মামলার কারণে বিলম্ব হচ্ছে।”

ভারত থেকে অবৈধ পুশইনের বিষয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, “গত এক মাসে ১৫০০ বাংলাদেশিকে ভারত থেকে পুশইন করা হয়েছে, তবে সম্প্রতি এই সংখ্যা কিছুটা কমেছে।”

তিনি আরও বলেন, “ভারত নিয়ম না মেনে নাগরিকদের ফেরত পাঠাচ্ছে, যা অগ্রহণযোগ্য। এই বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং কিছুটা ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে।”

এ সময় মোহাম্মদপুরের আলোচিত ছিনতাইয়ের ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “তিনজন গ্রেপ্তার হয়েছে, ফোনও উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, দোষীরা ছাড় পাবে না।”

পরিদর্শনকালে র‌্যাব ও পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলার এসপি প্রত্যুষ মজুমদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।