জাতীয় নির্বাচনে পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডি ক্যামেরা


নির্বাচনকে সামনে রেখে পুলিশের জন্য কেনা হচ্ছে ৪০ হাজার বডি ক্যামেরা। ছবি:সংগৃহীত
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর করতে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, এই বডি ক্যামেরাগুলো সরকারের নিজস্ব অর্থায়নে ইউএনডিপির মাধ্যমে সংগ্রহ করা হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি। বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থ উপদেষ্টা বলেন, “নির্বাচনের সময় পুলিশের দায়িত্ব পালনে বডি ক্যামেরা অপরিহার্য। এ জন্য দ্রুত এগুলো আনা হবে।” তবে কত টাকা ব্যয় হবে, তা এখনো নির্ধারিত হয়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইউএনডিপির মাধ্যমে ক্যামেরা কেনার কারণ হলো মান ও দামের নিশ্চয়তা। তিনি বলেন, “আমরা যেমন টিকা সংগ্রহ করি ইউনিসেফের মাধ্যমে, ঠিক তেমনি ক্যামেরা আনার ক্ষেত্রেও মান ও সঠিক দামের নিশ্চয়তা দিতে ইউএনডিপি দায়িত্ব নেবে। এতে কোনো প্রকার জটিলতা থাকবে না।”
তিনি আরও জানান, এই প্রকল্পের অর্থায়ন হবে সরকারের নির্বাচন-সংক্রান্ত বাজেট থেকে। অর্থ মন্ত্রণালয় পুরো ব্যয়ের দায়িত্ব নেবে। তার ভাষায়, “বাংলাদেশ সরকারের নিজস্ব টাকায় বডি ক্যামেরা কেনা হবে। আমরা এই সরঞ্জাম পুলিশকে দিচ্ছি, নির্বাচন কমিশনকে নয়। নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যা যা দরকার, তার কোনো ঘাটতি রাখা হবে না।”
বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগের ফলে নির্বাচনের সময় পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে, যা সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।