সদ্য এসএসসি পাশ কিশোর অভিযুক্ত

ধনবাড়ীতে শিশু ধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল

ধনবাড়ি (টাঙ্গাইল) প্রতিনিধি
ধনবাড়ি (টাঙ্গাইল) প্রতিনিধি
১৬ জুলাই, ২০২৫ এ ৪:০৫ এএম
বিক্ষোভ মিছিল ।  প্রতিকি ছবি

বিক্ষোভ মিছিল । প্রতিকি ছবি

টাঙ্গাইলের ধনবাড়ীতে সদ্য এসএসসি পাশ কামরুল হাসান(১৬) নামের কিশোরের বিরুদ্ধে  শিশু(৮) ধর্ষণ করার অভিযোগ  উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে নিজেরা করি'র স্থানীয় ভূমিহীন সমিতির নারী পুরুষরা বিক্ষোভ মিছিল করছে।
উপজেলার  পাইস্কা ইউনিয়নের কয়ড়ার মধ্যপাড়ায় এ ধর্ষণের ঘটনা ঘটেছে গত ৮ জুলাই।

অভিযুক্ত কামরুল হাসান (১৭)ওই গ্রামের জনৈক আরিফুজ্জামানের ছেলে। সে  পাইস্কা উচ্চ বিদ্যালয়  থেকে সদ্য এসএসসি পাশ করা ছাত্র এবং শিশুটির আত্নীয়। 
প্রলোভন দিয়ে গত  ৮ জুলাই দুপুরে কামরুল শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনার পর  অতিরিক্ত রক্ত'ক্ষরণ শুরু হলে শিশুটিকে প্রাথমিক চিকিৎসার জন্য  স্বজনরা ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থা গুরুতর হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । 
 বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করি'র ভূমিহীন সমিতির নারী পুরুষ সদস্যগণ মঙ্গলবার সন্ধ্যায কয়ড়া বাজারে বিক্ষোভ মিছিল  করেছেন। মিছিল শেষে সমাবেশ করে এ ঘটনার প্রতিবাদ, বিচার দাবি করে তারা।  বক্তৃতা করেন নিজেরা করি'র ঢাকা বিভাগীয় সমন্বয়ক  ফজলুল হক,কর্মী সংগঠক মজিবর রহমান। ঘটনার  এক সপ্তাহ পার হওয়ার পরও আইনী কোন ব্যবস্থা গৃহিত না হওয়ায ভূমিহীনরা ক্ষুব্দ হয়ে এমন কর্মসূচি করছে।
 ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম শহীদুল্লাহ  গণমাধ্যম কর্মীদের জানান সংবাদটি তারা  শুনেছেন। ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে । আমাদের কাছে আসলে লিখিত অভিযোগ  দিলে  আইনী পদক্ষেপ নোয়া হবে। 

 

আজকের প্রথা/এআর