জলবায়ু পরিবর্তনে ট্রাম্পকে ইতিহাসের বড় অপরাধী বললেন হ্যারিসন ফোর্ড

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
২ নভেম্বর, ২০২৫ এ ৭:০৭ এএম
জলবায়ু পরিবর্তন ইস্যুতে ট্রাম্পকে ‘ইতিহাসের বড় অপরাধী’ আখ্যা দিলেন অভিনেতা হ্যারিসন ফোর্ড। ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন ইস্যুতে ট্রাম্পকে ‘ইতিহাসের বড় অপরাধী’ আখ্যা দিলেন অভিনেতা হ্যারিসন ফোর্ড। ছবি: সংগৃহীত

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবহেলা ও দায়িত্বহীনতার কঠোর সমালোচনা করেছেন কিংবদন্তি হলিউড অভিনেতা হ্যারিসন ফোর্ড। পরিবেশ সুরক্ষায় উদাসীনতার জন্য ট্রাম্পকে ইতিহাসের অন্যতম বড় ‘অপরাধী’ আখ্যা দিয়ে ফোর্ড বলেন, “আমি ইতিহাসে ট্রাম্পের চেয়ে বড় অপরাধী দেখিনি; তার আচরণ আমার হৃদয় ভেঙে দিয়েছে।”

শিকাগোর ফিল্ড মিউজিয়ামে পরিবেশ সুরক্ষা পুরস্কার গ্রহণের আগে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এর সঙ্গে এক সাক্ষাৎকারে হ্যারিসন ফোর্ড বলেন, ট্রাম্প অজ্ঞতা ও নির্বুদ্ধিতার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বাস্তবতাকে অস্বীকার করছেন। তিনি শুধু আগের প্রশাসনের গৃহীত পরিবেশবান্ধব নীতিগুলো ধ্বংসই করেননি, বরং জীবাশ্ম জ্বালানিনির্ভর নীতির মাধ্যমে পৃথিবীকে আরও বিপদের দিকে ঠেলে দিয়েছেন।

‘স্টার ওয়ার্স’ ও ‘ইন্ডিয়ানা জোন্স’-খ্যাত এই বর্ষিয়ান অভিনেতা আরও বলেন, “ট্রাম্পের কোনো সুনির্দিষ্ট নীতি নেই; তিনি নিজের খেয়ালখুশি মতো চলেন। অজ্ঞতা, অহংকার, মিথ্যা আর বিশ্বাসঘাতকতার মিশেলে তিনি জানেন, তিনি শুধু বর্তমান ব্যবস্থার এক হাতিয়ার, যে অর্থ উপার্জনের নামে পৃথিবীকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন।”

৮৩ বছর বয়সী এই অভিনেতা বলেন, “আমি আমেরিকা নিয়ে হতাশ। ট্রাম্প আমাদের সমাজকে বিভক্ত করেছেন, একে অপরের বিপক্ষে দাঁড় করিয়েছেন। অথচ তিনি বিশ্বব্যাপী স্বৈরশাসকদের সান্নিধ্যে গেছেন। আমেরিকাকে আবার মহান করার দরকার নেই, বরং আমাদের একসঙ্গে কাজ করা দরকার—একটি ন্যায্য ও টেকসই ভবিষ্যতের জন্য।”

এদিকে গত মাসে জাতিসংঘ অধিবেশনে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, “জলবায়ু পরিবর্তন হলো বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা।” তিনি আরও বলেন, “এই সবুজ প্রতারণা থেকে বের না হলে দেশ ধ্বংস হবে। শক্তিশালী হতে হলে আমাদের ঐতিহ্যবাহী জ্বালানি উৎসে ফিরতে হবে।” ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে জলবায়ু সুরক্ষা নীতিমালা বাতিল করেছে এবং তেল-গ্যাস উত্তোলনে নতুন অনুমতি প্রদান করেছে—যা বৈশ্বিক উষ্ণতা বাড়াচ্ছে।