হামাস প্রকাশ করল ৪৮ ইসরায়েলি জিম্মির ছবি


ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের গাজা অঞ্চলে ৪৮ জন ইসরায়েলি জিম্মির ছবি প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির দাবি, যদি ইসরায়েল গাজায় স্থল অভিযান চালিয়ে যায়, তবে এই জিম্মিরা গুরুতর বিপদের মধ্যে পড়বেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। এ ঘটনায় ইসরায়েলি বাহিনী ২৫১ জনকে গাজায় জিম্মি হিসেবে নিয়ে যায়। ইসরায়েলি সেনাদের তথ্য অনুযায়ী, তাঁদের মধ্যে ৪৭ জন এখনও গাজায় অবস্থান করছেন এবং এদের মধ্যে ২৫ জন মারা গেছেন।
হামাসের সামরিক শাখা আল–কাসেম ব্রিগেড টেলিগ্রাম চ্যানেলে জিম্মিদের ছবি পোস্ট করে লিখেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একচ্ছত্র আধিপত্যের কারণে গাজায় অভিযান শুরুর সময় এই ছবিগুলো তোলা হয়েছিল। তবে পোস্টে বিস্তারিত জানানো হয়নি, জিম্মিদের মধ্যে কতজন জীবিত এবং কতজন নিহত।
ফিলিস্তিনি ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, স্থল অভিযানের অব্যাহত থাকলে জিম্মিদের নিরাপত্তা চরম ঝুঁকিতে থাকবে। হামাসের এই প্রচেষ্টা ইসরায়েলি নাগরিকদের সতর্ক করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যেই ধরা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, জিম্মিদের ছবি প্রকাশের মাধ্যমে হামাস রাজনৈতিক ও মানসিক প্রভাব বিস্তার করতে চাচ্ছে। এর ফলে গাজার নিরাপত্তা পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।