মস্কোর কাছে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭


মস্কোর কাছে ইভানোভো এলাকায় বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমানের ধ্বংসস্তূপ। ছবি: সংগৃহীত
রাজধানী মস্কোর নিকটবর্তী ইভানোভো অঞ্চলে রুশ সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে টেস্ট ফ্লাইট চলাকালে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি এএন-২২ সিরিজের একটি সামরিক পরিবহন বিমান, যা মূলত কার্গো পরিবহনে ব্যবহৃত হয়। বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি মেরামত করা হয়। মেরামতের পর পরীক্ষামূলকভাবে আকাশে তোলা হলে টেক অফের কিছুক্ষণ পরই ইভানোভো জেলার একটি বিরান এলাকায় বিমানটি আছড়ে পড়ে।
ঘটনার সময় বিমানটিতে পাইলটসহ মোট সাতজন ছিলেন এবং সবাই ঘটনাস্থলেই নিহত হন। তবে বিমানটি জনশূন্য এলাকায় বিধ্বস্ত হওয়ায় এর বাইরে আর কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়। স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে তদন্ত কার্যক্রমে সহায়তা করছে।
এক প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জানান, “হঠাৎ বিকট শব্দে আকাশ কেঁপে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যেই ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।” যদিও মন্ত্রণালয় বলেছে, দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণের জন্য বিশেষ তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ব্ল্যাক বক্স উদ্ধার করা এবং ইঞ্জিন ত্রুটির উৎস শনাক্ত করাই তদন্তের প্রথম ধাপ। প্রাথমিক ধারণা অনুযায়ী, ইঞ্জিন ব্যর্থতাই দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে, তবে চূড়ান্ত প্রতিবেদন তদন্ত শেষে প্রকাশ করা হবে।









