গুগল সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী

প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তি ডেস্ক
১১ ডিসেম্বর, ২০২৫ এ ১০:৩০ এএম
গুগল সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ—ফোর্বসের সর্বশেষ তালিকায় বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী।ছবি: সংগৃহীত

গুগল সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ—ফোর্বসের সর্বশেষ তালিকায় বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী।ছবি: সংগৃহীত

বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হিসেবে জায়গা করে নিয়েছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। ফোর্বসের সর্বশেষ তালিকা অনুযায়ী, ১ ডিসেম্বর ২০২৪ তারিখে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৬২ বিলিয়ন ডলার। এক মাসে প্রায় ৩০ বিলিয়ন ডলার সম্পদ বাড়ায় তিনি ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনকে পেছনে ফেলেছেন। অ্যালফাবেটের এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতিই তার সম্পদ বৃদ্ধির মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

শেয়ারবাজারের অস্থিরতা চলমান থাকলেও বৈশ্বিক ধনীদের তালিকায় প্রযুক্তি খাতের আধিপত্য আরও সুস্পষ্ট হয়েছে। শীর্ষ দশ ধনীর মধ্যে নয়জনই প্রযুক্তি উদ্যোক্তা। এতে আধুনিক প্রযুক্তি-বিপ্লবের প্রভাব যে অর্থনীতিকে নতুনভাবে গড়ছে তা আবারও প্রমাণিত হলো।

৫২ বছর বয়সী ল্যারি পেজ দীর্ঘদিন ধরেই জনসভা বা বড় কোনো বক্তব্য রাখেন না। তিনি গত কয়েক বছর রাজনৈতিক ও ব্যবসায়িক আলোচনায় নীরব থাকলেও ভবিষ্যৎ প্রযুক্তি উদ্ভাবনে সক্রিয় রয়েছেন। ২০১৪ সালের টেড টকের পর থেকে তিনি কোনো প্রকাশ্য বক্তৃতা দেননি। অ্যালফাবেটের দৈনন্দিন পরিচালনার কাজ থেকেও অনেকটা সরে এসে তিনি এখন উড়ন্ত ট্যাক্সি প্রকল্প ‘কিটি হক’-এ বিনিয়োগ করছেন।

অন্যদিকে, ৪৮৩ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন ইলন মাস্ক। টেসলার ক্ষতিপূরণ প্যাকেজ ও এক্সএআই–এর মূল্যায়ন নিয়ে বিতর্ক তৈরি হলেও তিনি নিজের অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছেন। মাস্ক জানিয়েছেন, “টেসলা, স্পেসএক্স এবং এক্সএআই—সব ক্ষেত্রেই আমি আরও এগিয়ে যেতে চাই।”

ফোর্বসের তথ্য বলছে, বিশ্বের শীর্ষ ১০ জন ধনীর সবাইই পুরুষ এবং সবার সম্পদই ১৫২ বিলিয়ন ডলারের ওপরে। বাজারে ওঠানামার কারণে ডিসেম্বরের শুরুতে এদের মোট সম্পদ দাঁড়িয়েছে প্রায় ২.৪ ট্রিলিয়ন ডলারে।

২০২৪ সালের অক্টোবরে বিল গেটস শীর্ষ দশ থেকে বাদ পড়েন। নতুন তথ্য-পর্যালোচনায় তার সম্পদ আগের তুলনায় কম দেখা যাওয়ায় তিনি আর শীর্ষ তালিকায় নেই। শেয়ারবাজারের প্রতিদিনের পরিবর্তনেই এ তালিকায় দ্রুত ওঠানামা ঘটে বলে জানিয়েছে ফোর্বস।