বিপিএলে ভারত-পাকিস্তানের দুই সুন্দরী আসছেন মঞ্চ কাঁপাতে


বিপিএল ২০২৫–এর উপস্থাপনা দলে জয়নব আব্বাস ও রিধিমা পাঠককে যুক্ত করার ঘোষণা দিয়েছে বিসিবি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার ধারাভাষ্য ও উপস্থাপনা দলে যুক্ত করেছে ভারত ও পাকিস্তানের দুই জনপ্রিয় উপস্থাপক জয়নব আব্বাস এবং রিধিমা পাঠককে। আগামী ২৬ ডিসেম্বর সিলেটে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, আর তার আগেই নতুন এই চমকের ঘোষণা দিল বিসিবি।
বিসিবি মঙ্গলবার (৯ ডিসেম্বর) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দুটি পৃথক ভিডিও প্রকাশ করে জানায় যে, পাকিস্তানের জয়নব আব্বাস পুরো আসরের বিভিন্ন ম্যাচে উপস্থিত থাকবেন এবং প্রয়োজন হলে কিছু ম্যাচে ধারাভাষ্যও দেবেন। ভারতের পরিচিত ক্রীড়া উপস্থাপক রিধিমা পাঠকও যোগ দিচ্ছেন উপস্থাপিকা হিসেবে, যা এবারের বিপিএলকে আরও আন্তর্জাতিক মাত্রা দেবে।
এবারের ধারাভাষ্য প্যানেলে থাকছেন ক্রিকেট বিশ্বের আরও বেশ কিছু তারকা। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা, ইংল্যান্ডের কিংবদন্তি পেসার ড্যারেন গফ এবং বিশ্বখ্যাত ক্রিকেট বিশ্লেষক মার্ক নিকোলাস মরিসন ইতোমধ্যে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিকোলাস ৫ জানুয়ারি আইএল টি-টোয়েন্টি শেষ করে ঢাকায় আসবেন।
প্রথমবারের মতো বিপিএলে ধারাভাষ্য দিতে আসছেন পাকিস্তানের ওয়াকার ইউনুস। এছাড়া শ্রীলঙ্কার সাবেক পেসার পারভেজ মাহরুফ, অস্ট্রেলিয়ার জেমি কক্স এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রিকেও দেখা যাবে ধারাভাষ্যে। এই বহুজাতিক অংশগ্রহণ দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে মনে করছে বিসিবি।
বাংলাদেশি ধারাভাষ্যকারদের মধ্যে থাকবেন আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরি, মাজহার উদ্দিন অমি এবং সমন্বয় ঘোষ। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, এখন পর্যন্ত মোট ১১ জন ধারাভাষ্যকারকে চূড়ান্ত করা হয়েছে এবং প্রয়োজন হলে তালিকা আরও বাড়ানো হতে পারে।
৩৪ ম্যাচের এবারের বিপিএল শুরু হবে সিলেটের মাঠ থেকে। সিলেট ও চট্টগ্রামে হবে সমান ১২টি করে ম্যাচ, বাকি দশটি ম্যাচ—যার মধ্যে এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল রয়েছে—আয়োজিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠান ২৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে, আর ফাইনাল হবে আগামী ২৩ জানুয়ারি।










