ইনস্টাগ্রামে আবেদনময়ী ছবি পোস্ট করে সমালোচনার মুখে শ্রাবন্তী


অভিনেত্রী শ্রাবন্তী। ছবি : সংগৃহীত
অভিনয়জীবনের পাশাপাশি শ্রাবন্তী সামাজিক মাধ্যমেও নিয়মিত সক্রিয়। তবে ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনা, বিশেষ করে তিন দফা বিবাহবিচ্ছেদের কারণে তিনি প্রায়ই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন। সাবেক স্বামীরা নতুন করে সংসার শুরু করলেও শ্রাবন্তী এখনো একাই জীবনযাপন করছেন। তবুও ব্যক্তিগত চ্যালেঞ্জগুলো পার হয়ে তিনি কাজের দুনিয়ায় নিজেকে সক্রিয় রাখছেন।
সাম্প্রতিক পোস্টেই আবারও বিতর্কের জন্ম দেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে সোনালি রঙের বিকিনি পরিহিত অবস্থায় সাবানের ফেনায় ভরা বাথটাবে তোলা একটি ছবি শেয়ার করেন তিনি। ছবিতে তার মুখে চেনা হাসি ও চোখে আবেশের ছাপ ভক্তদের দৃষ্টি কাড়ে। ক্যাপশনে তিনি লেখেন— “নিজেকে সিক্ত করতে থাকুন।”
ছবিটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের প্রতিক্রিয়া বেশ মিশ্র ছিল। অনেক অনুরাগী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। কেউ লিখেছেন, ‘অসাধারণ দুটি চোখের চাহনি।’ কেউ প্রশংসা করে মন্তব্য করেছেন, ‘ওয়াও, দারুণ!’ ভক্তদের এমন ইতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি সমালোচনার সুরও ছিল তীব্র।
কিছু নেটিজেন ব্যক্তিগত আঘাত করে কটাক্ষ করেছেন অভিনেত্রীকে। একজন লিখেছেন, “বুড়ি হয়ে আর কত রঙ দেখাবে?” আরেকজন ঠাট্টা করে মন্তব্য করেছেন, “ঠান্ডায় কত চান কর তা দেখাতে চাইছো?”
সামাজিক মাধ্যমে এ ধরনের প্রতিক্রিয়া নিয়ে শ্রাবন্তী এখনও কোনো মন্তব্য করেননি। তবে তার নতুন পোস্টকে ঘিরে আলোচনা-সমালোচনা টালিউড মহলেও নতুন করে সাড়া ফেলেছে।










