পূজার সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, শাকিব-বিতর্ক থেকে ফ্লপ সিনেমার মিছিল


ছবি : সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পূজা চেরীর যাত্রা শুরু হয়েছিল শিশুশিল্পী হিসেবে। ২০১৮ সালে 'নুরজাহান' সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। প্রথমদিকে সম্ভাবনাময় হিসেবে বিবেচিত হলেও, পরবর্তীতে তার ক্যারিয়ারে বড় ধস নামে।
শাকিব খানের বিপরীতে সরকারি অনুদানের 'গলুই' সিনেমায় অভিনয়ের পর থেকেই শুরু হয় পূজার ছন্দপতন। সিনেমাটির চেয়ে তার ও শাকিব খানের প্রেমের গুঞ্জন নিয়েই বেশি আলোচনা হয়, যা তার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলে।
এরপর একে একে ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’ ও ‘টগর’সহ একাধিক সিনেমায় অভিনয় করলেও কোনোটিই বক্স অফিসে সফল হয়নি। বিশেষ করে ‘টগর’ ছিল ভরাডুবির নজির, যা মুক্তির এক সপ্তাহের মধ্যেই প্রেক্ষাগৃহ থেকে উঠিয়ে নেওয়া হয়।
চলচ্চিত্রে ব্যর্থতার পর পূজা চেরী ওটিটিতেও কাজ করেন। ‘ব্ল্যাক মানি’ নামের একটি ওয়েব সিরিজে সাহসী চরিত্রে অভিনয় করে সমালোচনার মুখে পড়েন। নতুন কিছু করার চেষ্টা থাকলেও দর্শকদের মন জয় করতে পারেননি।
পরবর্তীতে তিনি আবার জাজ মাল্টিমিডিয়ার ছায়ায় ফিরেন, যেখান থেকে তার ক্যারিয়ার শুরু হয়েছিল। ‘নারী’ নামে একটি সিনেমায় অভিনয়ের কথা শোনা গেলেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর মধ্যেই আরও একটি ধাক্কা আসে ‘মাসুদ রানা’ সিনেমা ঘিরে।
সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় পূজা সোহানা চরিত্রে অভিনয় করেন। শুটিংয়ের সময় আহতও হন, তবুও দৃঢ় মনোবলে কাজ চালিয়ে যান। কিন্তু অর্থ সংকটে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়, ফলে পূজাকে আপাতত সিনেমাহীন সময়ই পার করতে হচ্ছে।
আজকের প্রথা/এআর